Saayoni Ghosh's Mother's Death: মাতৃহারা সায়নী ঘোষ, হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ অভিনেত্রীর মায়ের, শোকস্তব্ধ তৃণমূলের যুব সভানেত্রী
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Saayoni Ghosh's Mother's Death: সোমবার বিকেল সাড়ে ৩টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন সুদীপা ঘোষ। হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রীর মা। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাঁকে। তারপরেও শেষরক্ষা হল না।
কলকাতা: মাতৃহারা অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। অনেক দিনের অসুস্থতার পর আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন সুদীপা ঘোষ। সোমবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ঘটেছে এই ঘটনাটি। হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রীর মা। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাঁকে। তারপরেও শেষরক্ষা হল না।
বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন সুদীপা ঘোষ। রবিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শ্বাসকষ্টে ভুগছিলেন গতকাল রাতে। তারপর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সায়নীর মায়ের। মাকে হারিয়ে শোকস্তব্ধ সায়নী।
তৃণমূলের সাংসদ এবং চিকিৎসক শান্তনু সেন বলেন, ”শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সায়নীর মায়ের। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার বিকেল ৪টে নাগাদ তিনি প্রয়াত হন। তৃণমূল নেতৃত্ব সায়নীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।”
advertisement
advertisement
পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি তদন্তের স্বার্থে সায়নীকে ডেকেছিল। সেই দিন সায়নী অনুপস্থিত ছিলেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন তাঁর মায়ের অসুস্থতার কথা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 9:59 PM IST