বিরাট খবর, পুজোর আগেই ৯২৩ যোগ্যদের চাকরির পদক্ষেপ! নির্দেশ হাই কোর্টের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Job Recruitment: ৫৭৩ বাতিল হওয়া চাকরির জায়গায় যোগ্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন।
#কলকাতা: গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ৯ ফেব্রুয়ারি ২০২১ সালে ৫৭৩ জনের চাকরি বাতিল করেছিল হাইকোর্ট একক বেঞ্চ। বেতনও বন্ধ করে দেয় আদালত। ৫৭৩ বেআইনি নিয়োগ বাতিল আগেই করেছে হাই কোর্ট। এই বাতিল হওয়া চাকরি প্রাপকরা কেউ আদালতে নির্দেশ চ্যালেঞ্জও করেনি৷ বাতিল হওয়া জায়গায় ৫৭৩ যোগ্য, মেধাবী পরীক্ষার্থীকে( মেধা তালিকা থেকে) নিয়োগের নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে।
৫৭৩ বাতিল হওয়া চাকরির জায়গায় যোগ্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'সুড়ঙ্গের নিচে কিছু আশার আলো দেখুক যোগ্য ও বঞ্চিত মেধাবীরা', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
advertisement
advertisement
এদিকে, গ্রুপ সি ৩৫০ বেআইনি নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট এবং তাদের বেতনও বন্ধ করে দিয়েছে আদালত। ৩৫০ বাতিল হওয়া জায়গায়, যোগ্য মেধাবীদের( যারা মেধাতালিকায় ছিলেন) চাকরি দিতে নির্দেশ। চাকরি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং কাউন্সেলিং জন্য ২৮ সেপ্টেম্বর মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
advertisement
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ৪ সিবিআই তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিশদ রিপোর্ট তলব করল হাইকোর্ট। ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিশদ রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'এসএসসি নিয়োগ দুর্নীতির প্রকৃত অপরাধীদের খুঁজে বার করাই হবে সিবিআই তদন্তের মূল কাজ।' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অযোগ্যদের চাকরি বাতিল আগেই হয়েছিল। এবার অযোগ্যদের জায়গায় যোগ্যদের চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পুজোর আগেই ৯২৩ যোগ্য চাকরির পদক্ষেপ শুরুর নির্দেশ কমিশনকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 2:20 PM IST