C V Anand Bose: দুর্নীতির প্রশ্নে কড়া, এবার রাজভবনে খোলা হল ‘অ্যান্টি কোরাপশন সেল’, ২৪ ঘণ্টাতেই এল ১০টা ফোন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
রাজনীতির কারবারিরা বলছেন, এই ‘অ্যান্টি কোরাপশন সেল’ খোলার অর্থই হল ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। গত ,সোমবার অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে ইতিমধ্যেই উষ্মাপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন৷
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের একাধিক জেলায় অশান্তির ঘটনার প্রেক্ষিতে তৎপর হতে দেখা গিয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে৷ কোচবিহার, ক্যানিংয়ে সরাসরি গ্রাউন্ড জিরো-তে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন তিনি৷ তারপরেই, অশান্তি, সংঘর্ষের মতো ঘটনা সম্পর্কিত অভাব অভিযোগ জানাতে রাজভবনে খোলা হয়েছিল ‘পিস রুম’৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসকদলের একাধিক নেতামন্ত্রী৷ এবার তাতেই হল নতুন সংযোজন৷ নাম ‘অ্যান্টি কোরাপশন সেল’৷
দুর্নীতি যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, এবার সেই বার্তা দিতেই পিস রুমে আরও একটি হেল্প লাইন নম্বর চালু করল রাজ ভবন। ১ অগাস্ট থেকে শুরু হয়েছে এই দুর্নীতি দমন সেল। ইতিমধ্যেই সেখানে গত ২৪ ঘণ্টায় দুর্নীতি সংক্রান্ত আট থেকে দশটি ফোন এসেছে বলে রাজ ভবন সূত্রে খবর।
আরও পড়ুন: টুকটাক কথা বলছেন বুদ্ধদেব, শরীরে হিমোগ্লোবিন কম থাকায় রক্ত দেওয়ার সিদ্ধান্ত, পুরোপুরি সরেনি বাইপ্যাপ
জেল বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রসঙ্গ তুলে গত সোমবারই রাজ্যপাল বলেছিলেন, ‘‘এটা বেদনাদায়ক যে রাজ্যের একজন মন্ত্রী জেলে।’’এদিন বারবার তাঁকে বলতে শোনা গিয়েছিল দুর্নীতি বন্ধ করার কথা। তারপরেই এই নতুন সেল৷
advertisement
advertisement
আরও পড়ুন: নাগাড়ে বৃষ্টি, উত্তাল সমুদ্র! নিম্নচাপের দাপট কমবে কবে? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট
রাজনীতির কারবারিরা বলছেন, এই ‘অ্যান্টি কোরাপশন সেল’ খোলার অর্থই হল ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। গত ,সোমবার অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে ইতিমধ্যেই উষ্মাপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন৷
advertisement
ব্রাত্য বসু বলেছিলেন, “উচ্চশিক্ষায় নজিরিহীন হস্তক্ষেপ হচ্ছে। বিরোধী পক্ষকেও বলব নজিরবিহীন হস্তক্ষেপের বিরোধিতা করে নির্বাচিত সরকারের পাশে থাকুন। রাজ্যপাল এই স্বৈরাচার চালাতে পারেন কিনা তা জানতে আমরা শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছি।” এখন এই ‘অ্যান্টি কোরাপশন সেল’ নিয়ে শাসকদলের কী প্রতিক্রিয়া হয়, এখন সেই দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 02, 2023 10:49 AM IST