Asansol Ballygunge Bye Election: পিছিয়ে যাবে আসানসোল- বালিগঞ্জের উপনির্বাচন? নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য

Last Updated:

আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের (Ballygunge Bye Election) দিন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন৷

পঞ্চায়েতে দুর্নীতি রুখতে কড়া নবান্ন৷
পঞ্চায়েতে দুর্নীতি রুখতে কড়া নবান্ন৷
#কলকাতা: ১২ এপ্রিলের উপনির্বাচন (Asansol Ballygunge Bye Election) পিছিয়ে দেওয়া যায় কি না, তা বিবেচনা করে দেখতে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিল রাজ্য সরকার৷ এ দিনই রাজ্যের তরফে নির্বাচন কমিশনকে এই চিঠি দেওয়া হয়েছে বলে সিইও দফতর সূত্রে খবর৷
আগামী ১২ এপ্রিল আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের (Ballygunge Bye Election) দিন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন৷ কিন্তু ওই সময়ে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ উচ্চ মাধ্যমিকের মধ্যেই উপনির্বাচন হলে সমস্যা হবে কি না, তা নিয়ে এ দিনই মুখ্যসচিবের সঙ্গে শিক্ষা দফতরের সচিবের বৈঠক হয়৷ তার পরই রাজ্য সরকারের তরফে এই চিঠি দেওয়া হয়৷ পাশাপাশি ওই সময় আইএসসি, আইসিএসসি এবং সিবিএসই বোর্ডেরও পরীক্ষা রয়েছে৷
advertisement
advertisement
সিইও দফতর সূত্রে রাজ্য সরকারের চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে৷ রাজ্যের প্রস্তাব দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে৷
১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন৷ এই কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস৷ অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও ১২ এপ্রিল হওয়ার কথা৷ ওই কেন্দ্রে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে শাসক দল৷ অন্যান্য দলগুলি এখনও নিজেদের প্রার্থী ঘোষণা করেনি৷
advertisement
আগামী ২ এপ্রিল থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ রাজ্য সরকার মনে করছে, উচ্চমাধ্যমিকের মধ্যে উপনির্বাচন হলে যে এলাকাগুলিতে ভোট রয়েছে সেখানে স্কুল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে৷ সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, গোটা এপ্রিল মাস জুড়েই রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ পাশাপাশি ওই সময় সিবিএসই, আইসিএসসি এবং আইএসসি বোর্ডের পরীক্ষা রয়েছে৷ পাশাপাশি, ভোট প্রচারের জন্য পরীক্ষার্থীরাও সমস্যার মধ্যে পড়তে হতে পারে৷
advertisement
জানা গিয়েছে, রাজ্যের তরফে চিঠিতে ভোটের জন্য নির্দিষ্ট করে কোনও তারিখের কথা উল্লেখ করা হয়নি৷ শুধু এপ্রিল মাস জুড়ে পরীক্ষার কথা উল্লেখ করে ভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Asansol Ballygunge Bye Election: পিছিয়ে যাবে আসানসোল- বালিগঞ্জের উপনির্বাচন? নির্বাচন কমিশনকে চিঠি দিল রাজ্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement