ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব, পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন
Last Updated:
#কলকাতা: ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবিলায় তৎপর প্রশাসন। শনিবার রাত পর্যন্ত প্রায় পৌনে দু'লক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে। ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন লক্ষাধিক মানুষ। রাত পর্যন্ত নবান্নে থেকে পরিস্থিতির উপর নজর রাখলেন মুখ্যমন্ত্রী।
শনিবার সন্ধে সাতটা। সাগরদ্বীপ ও বকখালির মাঝে আছড়ে পড়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। ঝড়ের গতিবেগ তখন প্রায় একশো কুড়ি কিলোমিটার। বিপর্যয়ের আঁচ করে আগে থেকেই কোমর বেঁধে নেমেছিল রাজ্য প্রশাসন। নবান্নে খোলা হয়েছিল কন্ট্রোল রুম। এদিন বিকেল চারটে নাগাদই কন্ট্রোল রুমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তখন উপস্থিত পুলিশ-প্রশাসনের শীর্ঘ আধিকারিকরা। নবান্নের কন্ট্রোল রুম থেকেই পরিস্থিতির উপর নজর রাখেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
- ১ লক্ষ ৬৪ হাজার ৩১৫ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়েছে
- ৩১৮টি ত্রাণশিবিরে রাখা হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৩৬৫ জনকে
- দুর্গতদের জন্য ২১৫টি জায়গায় রান্নার ব্যবস্থা করা হয়েছে
- তৈরি রয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল
রাত প্রায় এগারোটা নাগাদ নবান্ন ছাড়েন মুখ্যমন্ত্রী। তবে পরিস্থিতি পর্যালোচনার জন্য রাতভর সক্রিয় ছিল নবান্নের কন্ট্রোলরুম। বুলবুলের কারণে যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হবে, ইতিমধ্যে সোমবার সেইসব জায়গার স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার নবান্নে মন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। বুলবুলের কারণে সেই বৈঠকও বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2019 12:33 PM IST