West Bengal Government Scheme: কোন কোন সরকারি স্কিমের টাকা পাচ্ছেন আপনারা? জানাতে এবার নয়া পদক্ষেপ নবান্নের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এদিনের বৈঠকে মুখ্য সচিব বলেন সরকারি স্কিমের টাকা ব্যাঙ্ক মারফত যখন উপভোক্তরা পাচ্ছেন , তখন ব্যাঙ্কগুলির তরফে তাদের কাছে এসএমএস যায়। কিন্তু তারা কোন স্কিমে টাকা পাচ্ছেন সেই বিষয় সম্পর্কে জানানো হয় না।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: কোন কোন সরকারি স্কিমে আপনারা কত টাকা পাচ্ছেন? এবার তা জানাতে নয়া পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী-সহ একাধিক সরকারি স্কিমে সরাসরি উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত টাকা পান। ব্যাঙ্কগুলির তরফে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে এসএমএস-ও পাঠানো হয়। কিন্তু সেই এসএমএসের সঙ্গে পাঠানো হয় না কোন প্রকল্প বা কোন স্কিমে এই টাকা পাচ্ছেন উপভোক্তারা। এবার সেই বিষয়ে জানাতেই উদ্যোগী হল নবান্ন। এই বিষয়টি নিয়ে ব্যাঙ্কগুলোর সঙ্গে কথা বলতে রাজ্যের অর্থ সচিবকে বলেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।
মূলত ব্যাঙ্কগুলোর তরফে যখন এসএমএস পাঠানো হয়, তখন যাতে কী স্কিমের জন্য এই টাকা পাচ্ছেন, সেই স্কিমও যাতে উল্লেখ করা হয় সেই বিষয়ে রাজ্যের অর্থ দফতরে সচিবকে দেখতে বলেন গোটা বিষয়টি বলে নবান্ন সূত্রে খবর। জেলাশাসক, বিডিও, এসডিওদের সঙ্গে বৈঠক চলাকালীন মুখ্য সচিব বলেন সরকারি স্কিমে উপভোক্ত যারা, তারা সরাসরি টাকা পাচ্ছেন। কিন্তু কী স্কিমের জন্য এই টাকা তাদের দেওয়া হচ্ছে, সেই বিষয় সম্পর্কে তাদেরও জানা প্রয়োজন। তাই গোটা বিষয়টি নিয়ে ব্যাঙ্কগুলোর সঙ্গে অর্থ সচিবকে কথা বলতে বলেন বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে পরিষেবা দেওয়া হলেও রাজ্য সরকার যে অর্থ দিচ্ছে সেই প্রসঙ্গটি রোগীদের পরিবারকে জানানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তার পরপরই বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে যখন বিল দেওয়া হয় সেই সময় উল্লেখ করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই চিকিৎসা দেওয়া হচ্ছে।
advertisement
প্রসঙ্গত রাজ্যের তরফে একাধিক সরকারি স্কিমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত টাকা দেওয়া হয়। বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী-এর মতো একাধিক সরকারি প্রকল্পে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত টাকা দেওয়া হয়। এবার সেই স্কিমগুলোকেই জানাতে উদ্যোগী হল নবান্ন। অন্যদিকে এদিনের বৈঠকে দুয়ারে সরকার নিয়েও আলোচনা করেন মুখ্য সচিব। ৩০ এপ্রিলের মধ্যেই যাতে সব পরিষেবা দিয়ে দেওয়া যায়, সেই বিষয়েও জেলাশাসকদের নির্দেশ দেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবা দেওয়ার সময়সীমা ২০ এপ্রিল থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল করেছে রাজ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 3:11 PM IST