কোভিড-যোদ্ধাদের সম্মান মুখ্যমন্ত্রীর, রেড রোডে মাত্র আধ ঘণ্টার স্বাধীনতা দিবস পালন
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এ দিন ২৫ জন করোনা যোদ্ধাকে পুরস্কৃত করল রাজ্য সরকার৷ করোনা যোদ্ধাদের নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা গান, 'করোনা চলে যাবে একদিন/ কোভিড যোদ্ধাদের মনে রেখো' বাজিয়ে মূলত এ বারের স্বাধীনতা দিবস ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের উত্সর্গ করল রাজ্য সরকার৷
#কলকাতা: করোনা আবহে ৪টি ট্যাবলো, সংক্ষিপ্ত কুচকাওয়াজ, দর্শকশূন্য স্টেডিয়ামে রাজ্য সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হল কলকাতার রেড রোডে৷ ঠিক সকাল ১০টায় রেডরোডে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
প্রতি বছর ১৫ অগাস্ট রেড রোডে আড়ম্বরের সঙ্গে পালিত হয় স্বাধীনতা দিবস৷ কিন্তু করোনা পরিস্থিতিতে এ বছর আধ ঘণ্টার মধ্যে খুব সামান্য আয়োজনেই সারা হল অনুষ্ঠান৷ এ দিন ২৫ জন করোনা যোদ্ধাকে পুরস্কৃত করল রাজ্য সরকার৷ করোনা যোদ্ধাদের নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা গান, 'করোনা চলে যাবে একদিন/ কোভিড যোদ্ধাদের মনে রেখো' বাজিয়ে মূলত এ বারের স্বাধীনতা দিবস ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের উত্সর্গ করল রাজ্য সরকার৷
advertisement
এ দিন পৌনে ১০টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে মঞ্চে ওঠেন। মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেন কলকাতা পুলিশের অফিসাররা। এরপর ১০টা নাগাদ মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এ দিন মাত্র ৪টি ট্যাবলো প্রদর্শিত হয় রেড রোডে। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
advertisement
এ দিন রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ সারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজভবন থেকে বেরিয়ে মমতা বলেন, রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ হল৷ ৫ জনের মিলে আড্ডা মারলাম৷ বিকেলের অনুষ্ঠানে থাকতে পারব না৷ তাই দেখা করে গেলাম৷
advertisement
মুখ্যমন্ত্রীর সঙ্গে কী আলোচনা হয়েছে? এই প্রশ্নে রাজ্যপালের উত্তর, 'মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে৷ কী বিষয়ে কথা হয়েছে, বলব না৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2020 1:00 PM IST