দূষণ নিয়ন্ত্রণের জন্য রাস্তা সংস্কারে আধুনিক প্রযুক্তি হিসেবে বর্জ্য ব্যবহারে গুরুত্ব রাজ্যের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
গ্রামীণ রাস্তাগুলি সংস্কারের জন্য পথশ্রী প্রকল্পের অধীনে আধুনিক প্রযুক্তি নির্ভর বর্জ্য প্লাস্টিক-সহ বিটুমিনাসের ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিতে চাইছে নবান্ন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: দূষণ নিয়ন্ত্রণের জন্য রাস্তা সংস্কারে এবার আধুনিক প্রযুক্তি হিসেবে বর্জ্য ব্যবহার করতে চায় রাজ্য। গ্রামীণ রাস্তাগুলি সংস্কারের জন্য পথশ্রী প্রকল্পের অধীনে আধুনিক প্রযুক্তি নির্ভর বর্জ্য প্লাস্টিক-সহ বিটুমিনাসের ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিতে চাইছে নবান্ন। যেসব এলাকায় নরম মাটি সেখানে সাবগ্রেডে পাট জিও টেক্সটাইল ব্যবহার করে রাস্তা সংস্কার করতে উদ্যোগী রাজ্য ৷
প্রতিটি জেলায় পথশ্রী প্রকল্পে অন্তত ২০ থেকে ২৫ শতাংশ গ্রামীণ রাস্তা সংস্কারে এই প্রযুক্তির ব্যবহার করতে হবে। পরিবেশবান্ধব রাস্তা তৈরির জন্য জেলায় জেলায় এই গাইডলাইন গ্রামীণ রাস্তা নিয়ে রাজ্যের। কোন রাস্তায় এই ধরনের পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবহার করা হবে তার একটি তালিকা আগে থেকে জমা দিতে হবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরে। জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে জানাল নবান্ন।
advertisement
advertisement
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, ‘‘কেন্দ্রের আর্থিক বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ৭ হাজার কোটি টাকার বেশি টাকা অনুমোদন করেছেন। গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও ব্যবসায়িক দিক থেকে এতে সুবিধা হবে মানুষের। ৯ হাজার কিলোমিটারের মতো রাস্তা আমরা নতুন করে নির্মাণ ও সংস্কার করব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 16, 2025 2:56 PM IST










