Sadhan Pande Passes Away: সাধন পান্ডের প্রয়াণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিনই মুম্বইয়ের হাসপাতােল প্রয়াত হয়েছেন রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে (Sadhan Pande)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১৷
#কলকাতা: রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের (Sadhan Pande) প্রয়াণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সোমবার রাজ্য সরকারি সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ পুরসভা, কর্পোরেশন এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান বেলা দুটোয় ছুটি হয়ে যাবে (Sadhan Pande Passes Away)৷
এ দিনই মুম্বইয়ের হাসপাতােল প্রয়াত হয়েছেন রাজ্যের প্রবীণ মন্ত্রী সাধন পান্ডে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১৷ ২০১১ সাল থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন সাধন পান্ডে৷ ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর এবং স্বনিযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন তিনি৷ যদিও শারীরিক অসুস্থতার জন্য দফতরহীন মন্ত্রী হিসেবেই মন্ত্রিসভায় ছিলেন তিনি৷ সাধন পান্ডের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়৷
advertisement
advertisement
রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই এই অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হল৷ আজ রাতেই সাধন পান্ডের মরদেহ মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসার কথা৷
advertisement
সোমবার সকালে প্রথমে সাধন পান্ডের মরদেহ তাঁর কাঁকুড়গাছি ও গোয়াবাগানের বাড়িতে নিয়ে যাওয়া হবে৷ এর পর দুপুরে প্রয়াত মন্ত্রীর দেহ বিধানসভায় নিয়ে যাওয়া হবে৷ সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর নিমতলা মহাশ্মশানে সাধন পান্ডের শেষকৃত্য সম্পন্ন হবে৷
প্রায় দশ বছর মন্ত্রী থাকা ছাড়াও টানা ৯ বার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হন সাধন পান্ডে৷ যে অনন্য রেকর্ড রাজ্য রাজনীতিতে বিরল৷ প্রবীণ মন্ত্রীর প্রয়াণে তাই রাজ্যের রাজনৈতিক মহলে শোকের ছায়া৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2022 10:55 PM IST