Modi Congratulates Mamata:মমতাকে অভিনন্দন জানালেন মোদি, রাজ্যের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বাংলায় বিপুল জয়ের জন্য় (TMC wins Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি (Narendra Modi)৷
#কলকাতা: বাংলায় নির্বাচনে বিপুল জয় পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)৷ ট্যুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, বাংলার মানুষের স্বপ্নপূরণে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সবরকম সহযোগিতা করবে৷ পাশাপাশি করোনা অতিমারির সংকট থেকে বেরিয়ে আসতেও রাজ্যের পাশে থাকার আশ্বাস মোদি৷
ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি পরস্পরকে তীব্র আক্রমণ শানিয়েছেন৷ যদিও ভোটের ফল প্রকাশ হতেই রাজনৈতিক সৌজন্য দেখালেন প্রধানমন্ত্রী৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'তৃণমূলের জয়ের জন্য় মমতা দিদিকে অভিনন্দন৷ মানুষের প্রত্য়াশা পূরণের জন্য় পশ্চিমবঙ্গকে সবরকম সাহায্য় করবে কেন্দ্র৷ করোনা অতিমারি বিরুদ্ধে লড়াইয়েও কেন্দ্র পাশে থাকবে৷'
Congratulations to Mamata Didi for @AITCofficial's win in West Bengal. The Centre will continue to extend all possible support to the West Bengal Government to fulfil people’s aspirations and also to overcome the COVID-19 pandemic. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
advertisement
advertisement
I would like to thank my sisters and brothers of West Bengal who have blessed our party. From a negligible presence earlier, BJP’s presence has significantly increased. BJP will keep serving the people. I applaud each and every Karyakarta for their spirited effort in the polls.
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
advertisement
একই সঙ্গে রাজ্য বিধানসভায় বিজেপি-র শক্তি অনেকটা বৃদ্ধি পাওয়ার জন্যও বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ সামান্য় উপস্থিতির থেকে একলাফে বাংলায় দলের শক্তিবৃদ্ধির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী৷ তাঁর কথায়, 'বিজেপি বাংলার মানুষের সেবা চালিয়ে যাবে৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2021 8:07 PM IST







