Nusrat Jahan: ভোট দিয়েই নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুললেন নুসরত জাহান, কী বললেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
তবে নিজের স্বাভাবিক ভঙ্গিতেই দেখা গিয়েছে তৃণমূল সাংসদকে। ভোট দিয়েই আক্রমণ করতে ভোলেননি নির্বাচন কমিশনকে।
#কলকাতা: সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার (West Bengal Election 2021) প্রয়োগ করলেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। এদিন সপ্তম দফার ভোটে (7th Phase Election) দক্ষিণ কলকাতার বালিগঞ্জের একটি স্কুলের ভোট বুথে নিজের বাবা ও মায়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন তিনি। একেবারেই নো-মেক লুকে ভোটের 'ময়দান'-এর সকাল সকাল দেখা গিয়েছে নুসরতকে। তবে নিজের স্বাভাবিক ভঙ্গিতেই দেখা গিয়েছে তৃণমূল সাংসদকে। ভোট দিয়েই আক্রমণ করতে ভোলেননি নির্বাচন কমিশনকে।
তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এদিন নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আজ্ঞা বহনকারী বলতে ছাড়েননি নুসরত। ভোট দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে তিনি সংবাদমাধ্যমকে জানান, 'আমি যেখানেই প্রচারে গিয়েছি, সেখানে মানুষের সমর্থন দেখেছি শুধু একটাই মুখ, আমাদের মুখ্যমন্ত্রীর জন্য। এতদিন নির্বাচন কমিশন ঘুমিয়ে ছিল কেন? যখন প্রধানমন্ত্রী ঠিক করলেন যে আর কোনও জনসভা করবেন না, তখনই নির্বাচন কমিশন জনসভা নিষিদ্ধ করে দিল। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া নির্বাচন কমিশন কোনও মানুষের কথা শোনে না।'
advertisement
TMC MP Nusrat Jahan Ruhi and her parents cast vote at a polling booth in Kolkata, for the seventh phase of #WestBengalElections2021 pic.twitter.com/xmkkjbw0Gd
— ANI (@ANI) April 26, 2021
advertisement
Wherever I've been campaigning I've seen people's support for only one face-our CM's...Why was EC sleeping all this while? When PM decided he won't hold any public meetings, EC decided to call off all public meetings. It listens to PM & HM more than anyone else: Nusrat Jahan Ruhi pic.twitter.com/cg7Lp1xwxc
— ANI (@ANI) April 26, 2021
advertisement
এবারের বিধানসভা ভোটে সক্রিয় ভাবে দলের প্রচারে দেখা গিয়েছে নুসরতকে। সারা রাজ্যজুড়েই দলের বিভিন্ন প্রার্থীর হয়ে ভোটপ্রচারে দেখা গিয়েছে তাঁকে। দেশের করোনা পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতে ভোলেননি নুসরত। দু'দিন আগেই ট্যুইটে নিজের মনের কথা শেয়ার করে নরেন্দ্র মোদি সরকারের তুলোধনা করেছিলেন তিনি।
অক্সিজেনের ঘাটতির জন্য প্রধানমন্ত্রীকে বিঁধে ট্যুইটে নুসরত লিখেছিলেন, 'আজ আমরা শ্বাস নিতে পারছি না কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছেন। অথচ তাঁর নিজের দেশের মানুষ নিঃশ্বাস নেওয়ার জন্য কাতরাচ্ছেন।' এর সঙ্গেই নিচে আবার লেখেন, 'এটা অপরাধ!'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 26, 2021 10:07 AM IST










