Teacher Recruitment: শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর মাঝেই বড় ঘোষণা শিক্ষা দফতরের! ১৯৩ জন শিক্ষক শিক্ষিকাকে বদলির সুপারিশ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Teacher Recruitment: স্থগিত হওয়া ‘সারপ্লাস ট্রান্সফার’ ফের চালু করতে চলেছে রাজ্য শিক্ষা দফতর।
কলকাতা: স্থগিত হওয়া ‘সারপ্লাস ট্রান্সফার’ ফের চালু করতে চলেছে রাজ্য শিক্ষা দফতর। শিক্ষক নিয়োগের বিতর্কের মধ্যেই ফের সারপ্লাস ট্রান্সফারের পথে সরকার। চালু হবে শিক্ষক-শিক্ষিকাদের সারপ্লাস ট্রান্সফার। স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) ১৯৩ জন শিক্ষক শিক্ষিকাকে বদলির সুপারিশ শিক্ষা দফতরের।
সূত্রের খবর অনুযায়ী, এবার আন্ত:জেলা নয়। সারপ্লাস বদলি জেলার মধ্যেই। ২০২৩ সালে ৬০০ জনেরও বেশি শিক্ষক শিক্ষিকার সারপ্লাস বদলির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সেই বদলি এক জেলা থেকে অন্য জেলা বা দূরবর্তী স্থানে হওয়ায় শীর্ষ আদালত পর্যন্ত গড়ায় মামলা।
advertisement
advertisement
যদিও শীর্ষ আদালত সারপ্লাস বদলির ক্ষেত্রে রাজ্যের পক্ষেই রায় দেয় গত বছর ডিসেম্বর মাসে। এই রায়ের পর শিক্ষক সংগঠনগুলি দাবি তোলেন সারপ্লাস বদলি হোক, তবে তা দূরবর্তী বা অন্য জেলায় নয়। এরপরই সেই বদলি বাতিল করে শিক্ষা দফতর। নতুন করে ১৯৩ জন সারপ্লাস ট্রান্সফারের অনুমোদন পাঠাল এসএসসি-কে সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 4:27 PM IST