West Bengal Covid Update: সরস্বতী পুজোর পরদিন রাজ্যে কোভিড গ্রাফে স্বস্তি, হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Covid Update: মারণ ভাইরাস নিয়ে চিন্তা জিইয়ে রেখে মৃতের সংখ্যা এখনও নামেনি ৩০ -এর নিচে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪জনের।
#কলকাতা: গতকাল ছুটির দিন থাকায় রাজ্যে করোনাভাইরাসের (West Bengal Covid Update) টেস্ট কমল বেশ খানিকটা। স্বাভাবিকভাবেই কমল আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় হাজারের নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা। তবে মারণ ভাইরাস (Covid Daily Updates Bengal) নিয়ে চিন্তা জিইয়ে রেখে মৃতের সংখ্যা এখনও নামেনি ৩০ -এর নিচে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪জনের। কলকাতায় আক্রান্তের সংখ্যা ১০৮ জন। মৃত ১৪। তাই উদ্বেগ থেকেই যাচ্ছে।
স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান (West Bengal Covid Update) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন। যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। দৈনিক সংক্রমিতের নিরিখে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার মধ্যে প্রতিযোগিতা অব্যাহত। রবিবারের রিপোর্টে সংক্রমণের নিরিখে অবশ্য শীর্ষে ছিল উত্তর ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ১৩৭ জন। কলকাতায় এদিন ১০৮ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। তার ফলে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৫ হাজার ৮৭২ জন।
advertisement
advertisement
কিন্তু চিন্তা বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃতের সংখ্যা। রবিবার প্রাণ গিয়েছে ৩৪ জনের। দৈনিক মৃতের নিরিখে নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে একদিনে করোনার (Covid Daily Updates Bengal) বলি ১৪ জন। এখনও পর্যন্ত বঙ্গে মোট প্রাণ গিয়েছে ২০ হাজার ৮২৩ জনের। যা কিছুটা উদ্বেগের। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টা ২ হাজার ৮৩ জন করোনামুক্ত হয়েছেন। কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৬৭ হাজার ৫৫ জন। অ্যাকটিভ কেস ১৭ হাজার ৯৯৪ জন।
advertisement
কোভিড সংক্রমণ (Covid Daily Updates Bengal) রুখতে টেস্ট এবং টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। এদিন ২৫ হাজার ২০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট কমে দাঁড়াল ৩.৩৪ শতাংশ। এদিন ১৬ হাজার ৬৭৪ জন টিকা নিয়েছেন। ১ হাজার ২৩৪ জন প্রথম এবং বাকি ১২ হাজার ২৬২ জন নিয়েছেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।
advertisement
বিশেষজ্ঞদের মতে, রাজ্যে করোনা গ্রাফ (West Bengal Covid Update) নিম্নমুখী হলেও সাবধানতা অবলম্বন করতেই হবে। কারণ সামান্য উদাসীন মনোভাবও ঝুঁকির হয়ে উঠতে পারে। বেপরোয়া জীবনযাপনের ফলে ফের প্রভাব ফেলতে পারে কোভিড গ্রাফে। আবারও হু হু করে বাড়তে পারে সংক্রমণ। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। করোনা বিধি কার্যকর করতে কোনও কসুর রাখছে না প্ৰশাসনও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 1:18 AM IST