Fear of English: বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়াদের ইংরেজি ভাষা বলা ও লেখায় আতঙ্ক কাটাতে এ বার বিশেষ উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
West Bengal Council of Higher Secondary Education: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, বাংলা মাধ্যম স্কুল পড়ুয়াদের ইংরেজি বলা ও লেখার ক্ষেত্রে ভীতি কাজ করে। ফলে তারা পিছিয়ে পড়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই আতঙ্ক দূর করতে এ বছর থেকে এই বিশেষ পদক্ষেপ করছে শিক্ষা সংসদ।
কলকাতা : বাংলা মাধ্যম স্কুল পড়ুয়াদের ইংরেজি-ভীতি কাটাতে এ বার বিশেষ কর্মশালার আয়োজন করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন বছরের শুরুতেই সল্টলেকের বিদ্যাসাগর ভবনে বিশেষ ক্লাস করানো হবে। সেখানে বাংলা মাধ্যম স্কুলের প্রায় ২০০০ জন পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসঙ্গত আগামী
৫ থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১৫০-র বেশি স্কুলকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতি দিন দু’ভাগে ২০০ জন করে পড়ুয়াকে ইংরেজি ভাষার বিষয়ে শিক্ষাদান দেওয়া হবে। পাঁচ দিনে মোট ২০০০ জন পড়ুয়া প্রশিক্ষিত হবে।
একাদশ শ্রেণির পড়ুয়া, যাদের দ্বিতীয় ভাষা ইংরেজি তারাই এই প্রশিক্ষণ পাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, বাংলা মাধ্যম স্কুল পড়ুয়াদের ইংরেজি বলা ও লেখার ক্ষেত্রে ভীতি কাজ করে। ফলে তারা পিছিয়ে পড়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই আতঙ্ক দূর করতে এ বছর থেকে এই বিশেষ পদক্ষেপ করছে শিক্ষা সংসদ।
advertisement
advertisement
আরও পড়ুন : আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে “বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়াদের ইংরেজি ভাষার প্রতি ভয় কাটাতে এই উদ্যোগ। ধাপে ধাপে সমস্ত জেলায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।” প্রথম পর্যায়ে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া কিছু অংশের স্কুল পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীকালে সব জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2025 4:31 PM IST










