Fear of English: বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়াদের ইংরেজি ভাষা বলা ও লেখায় আতঙ্ক কাটাতে এ বার বিশেষ উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

Last Updated:

West Bengal Council of Higher Secondary Education: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, বাংলা মাধ্যম স্কুল পড়ুয়াদের ইংরেজি বলা ও লেখার ক্ষেত্রে ভীতি কাজ করে। ফলে তারা পিছিয়ে পড়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই আতঙ্ক দূর করতে এ বছর থেকে এই বিশেষ পদক্ষেপ করছে শিক্ষা সংসদ।

বাংলা মাধ্যম স্কুলের প্রায় ২০০০ জন পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে
বাংলা মাধ্যম স্কুলের প্রায় ২০০০ জন পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে
কলকাতা : বাংলা মাধ্যম স্কুল পড়ুয়াদের ইংরেজি-ভীতি কাটাতে এ বার বিশেষ কর্মশালার আয়োজন করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন বছরের শুরুতেই সল্টলেকের বিদ্যাসাগর ভবনে বিশেষ ক্লাস করানো হবে। সেখানে বাংলা মাধ্যম স্কুলের প্রায় ২০০০ জন পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসঙ্গত আগামী
৫ থেকে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ১৫০-র বেশি স্কুলকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতি দিন দু’ভাগে ২০০ জন করে পড়ুয়াকে ইংরেজি ভাষার বিষয়ে শিক্ষাদান দেওয়া হবে। পাঁচ দিনে মোট ২০০০ জন পড়ুয়া প্রশিক্ষিত হবে।
একাদশ শ্রেণির পড়ুয়া, যাদের দ্বিতীয় ভাষা ইংরেজি তারাই এই প্রশিক্ষণ পাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, বাংলা মাধ্যম স্কুল পড়ুয়াদের ইংরেজি বলা ও লেখার ক্ষেত্রে ভীতি কাজ করে। ফলে তারা পিছিয়ে পড়ে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই আতঙ্ক দূর করতে এ বছর থেকে এই বিশেষ পদক্ষেপ করছে শিক্ষা সংসদ।
advertisement
advertisement
আরও পড়ুন : আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে “বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়াদের ইংরেজি ভাষার প্রতি ভয় কাটাতে এই উদ্যোগ। ধাপে ধাপে সমস্ত জেলায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।” প্রথম পর্যায়ে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া কিছু অংশের স্কুল পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীকালে সব জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fear of English: বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়াদের ইংরেজি ভাষা বলা ও লেখায় আতঙ্ক কাটাতে এ বার বিশেষ উদ্যোগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের
Next Article
advertisement
Mamata In Bankura: আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষের সভায়?
আকাশে মহড়া দিচ্ছে কপ্টার, অপেক্ষায় হেলিপ্যাড, আজ বড়জোড়ায় মমতা! কী বার্তা দেবেন বর্ষশেষে?
  • বিধানসভা ভোটের লক্ষ্যে ইতিমধ্যেই প্রচার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১'লা জানুয়ারি থেকে চলবে সেই প্রচার কর্মসূচী। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জায়গা বাছাই করা হয়েছে, সেখানে প্রচার চালালে একাধিক দিকের মানুষের কাছে সহজেই বার্তা চলে যাবে। তাই বাঁকুড়ার এই স্থানই বেছে নিয়েছে তৃণমূল

VIEW MORE
advertisement
advertisement