West Bengal Coronavirus Update: করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও আশা জাগিয়ে রাজ্যে কমল সংক্রমনের হার

Last Updated:

West Bengal Coronavirus Update: করোনা (Coronavirus) সংক্রমণের হার আবার কিছুটা কমল। রাজ্যের মধ্যে সবথেকে বেশি করোনা সংক্রমনের হার কালিম্পং জেলায়, ১৭.৭৮%,এরপর দার্জিলিং জেলায়, ১৭.৬৭% আর তৃতীয় জলপাইগুড়িতে ১৬.৯০%।

West Bengal Coronavirus Update
West Bengal Coronavirus Update
#কলকাতা: রাজ্যে গত ২৪ ঘণ্টায় কিছুটা বাড়ল করোনা (Coronavirus)আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত (Coronavirus) হয়ে মৃত্যুর (Death) সংখ্যা কমলেও গত এক সপ্তাহ ধরে তা তিরিশের ওপরে থাকায় উদ্বেগ রয়েই যাচ্ছে রাজ্যে। যদিও আশা জাগিয়ে রাজ্যে (West Bengal Coronavirus Update) করোনা (Coronavirus) সংক্রমণের হার আবার কিছুটা কমল। রাজ্যের মধ্যে সবথেকে বেশি করোনা সংক্রমনের হার কালিম্পং জেলায়, ১৭.৭৮%,এরপর দার্জিলিং জেলায়, ১৭.৬৭% আর তৃতীয় জলপাইগুড়িতে ১৬.৯০%।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৩৮০৫ জন আক্রান্ত হয়েছে। তবে করোনা (Covid 19) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সামান্য কমল। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও করোনা সংক্রমণের হার আগের দিনের চেয়ে সামান্য বেড়ে ৬.১৫ % হওয়ায় কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য দফতর। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা আগের দিনের থেকে কিছুটা বেড়ে হয় ৬১,৮৮৩ জনের। গতকালের থেকে একধাক্কায়  ২০ হাজারেরও বেশি বাড়লো করোনা পরীক্ষার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় যতজনের করোনা পরীক্ষা করা হয়েছে,তার মধ্যে করোনা (Covid 19) পজিটিভ হয়েছে ৩৮০৫ জনের। যে  কারণে রাজ্যে করোনা সংক্রমণের হার কিছুটা কমে ৬.১৫ % হয়েছে। এদিন একধাক্কায় রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৯৯৯৬ জন কমে ৪৫,৭২৯ জন হওয়ায় কিছুটা স্বস্তি এল সর্বত্রই।
advertisement
advertisement
বহুদিন বাদে রাজ্যে করোনা আক্রান্ত হওয়ার নিরিখে সমস্ত জেলাতেই পাঁচশোর নিচে করোনা আক্রান্তের সংখ্যা থাকল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হলো ৪৮১ জন, মৃত্যু ৮ জনের হয়েছে। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জন,করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একধাক্কায় ৯ জনের । গত ২৪ ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত হয়েছে ১১৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা  আক্রান্ত হয়েছে ২৭৪ জন। গত ২৪ ঘণ্টায়  হুগলি জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১৭২ জনের আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ১ জনের হয়েছে।
advertisement
West Bengal Coronavirus Update West Bengal Coronavirus Update
দক্ষিণ বঙ্গের মধ্যে বাঁকুড়া এবং বীরভূম জেলা ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দফতরকে। বাঁকুড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫৭ জন। বীরভূম জেলায় করোনা আক্রান্ত ২১০ জন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নদিয়া জেলায় করোনা আক্রান্ত ১০৯ জন, মৃত্যু হয়েছে ২ জনের। নতুন করে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৮ জন হয়েছে,মৃত্যু হয়েছে ২ জনের।
advertisement
গত বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দফতর থেকে চিকিৎসকদের কাছে। বিশেষত কয়েকদিন আগে দার্জিলিঙ,জলপাইগুড়ি,মালদহে এক ধাক্কায় করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল।  দার্জিলিঙে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত অনেকটাই বেড়ে ৩৩৫ জন হয়েছে,মৃত্যু হয়েছে ১ জনের।  মালদহ জেলাতে এদিন করোনা আক্রান্ত ১৮৬ জন হয়েছে।  ব্যতিক্রমীভাবে জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বেড়ে ২২৫ জন হয়েছে,তবে মৃত্যু  ২ জনের হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৬৪ জন। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্ত বেড়ে হয়েছে ৬১ জন। কোচবিহার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৫৩ জন।
advertisement
এমনকি আলিপুরদুয়ার জেলায় যেখানে একটা সময় রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত থাকতো,সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০০ জন হয়েছে,মৃত্যু হয়েছে ১ জনের। রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত হয়েছে পুরুলিয়া জেলায়,সেখানে আক্রান্তের সংখ্যা ৪৪ জন,তবে মৃত্যু হয়েছে ১ জনের।
ABHIJIT CHANDA
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Coronavirus Update: করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও আশা জাগিয়ে রাজ্যে কমল সংক্রমনের হার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement