India Pakistan Conflict: ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিশেষ অধিবেশন ডাকার আবেদন মুখ্যমন্ত্রীর

Last Updated:

India Pakistan tensions Mamata Banerjee: ভারত পাকিস্তান সংঘাত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে কেন্দ্রীয় সরকারের পাশেই ছিল বিরোধী দলগুলি, কেন্দ্রের ভূমিকাকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলও।

কী বললেন মুখ্যমন্ত্রী?
কী বললেন মুখ্যমন্ত্রী?
কলকাতা: ভারত পাকিস্তান সংঘাত এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে কেন্দ্রীয় সরকারের পাশেই ছিল বিরোধী দলগুলি, কেন্দ্রের ভূমিকাকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলও। এবার সেই সংঘাত নিয়েই কেন্দ্রের কাছে বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী।
দুই দেশের সংঘর্ষবিরতির সব দলের প্রতিনিধিদের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের বার্তা পৌঁছে দিতে সব দলের প্রতিনিধিদের বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তের প্রশংসা করে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিশ্বব্যাপী প্রচারের জন্য সর্বদলীয় প্রতিনিধিদের পাঠানোর সিদ্ধন্ত দেখে আমি খুশি। আমি যেমনটি বারবার বলেছি, দেশের স্বার্থে এবং ভারতের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্রীয় সরকারের যেকোনো পদক্ষেপের পাশে রয়েছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস’।
advertisement
advertisement
এরপরেই ভারত পাকিস্তান সংঘাত এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সাংসদে বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী, দেশের মানুষের জানার অধিকার আছে কী ঘটেছিল সেই দিন, তাই এই আবেদন মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডলে ওই একই পোস্টে তিনি লেখেন, ‘বিদেশে প্রচারে যাওয়া প্রতিনিধিদের দেশে ফিরে আসার পরে একটি বিশেষ অধিবেশনের আয়োজন করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি সবার আগে দেশের মানুষের অধিকার রয়েছে, সাম্প্রতিক সংঘাত এবং তার পারিপার্শিক পরিস্থিতি সম্পর্কে জানার’।
বাংলা খবর/ খবর/কলকাতা/
India Pakistan Conflict: ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাত নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিশেষ অধিবেশন ডাকার আবেদন মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement