Mamata Banerjee: উত্তরবঙ্গে দুর্গতদের ত্রাণ এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে প্রশাসন, সমাজমাধ্যমে জানালেন মুখ্যমন্ত্রী
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
North Bengal news: প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গে। সেই ভেঙেছে বহু মানুষের ঘর। দুর্যোগের খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন তিনি।
কলকাতা: প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গে। সেই ভেঙেছে বহু মানুষের ঘর। দুর্যোগের খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন তিনি।
advertisement
advertisement
পাশাপাশি দুর্গত মানুষদের সাহায্যে যে সব রকম চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী সেই নিয়েই সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। তিনি লেখেন, উত্তরবঙ্গের মানুষের সেবার্থে নিরন্তর কাজ করে চলেছে প্রশাসন। আজও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে গিয়েছে কিছু প্রয়োজনীয় ত্রাণ এবং খাদ্য সামগ্রী। যার মধ্যে খাবারের প্যাকেটে রয়েছে – ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১০০ গ্রাম সয়াবিন, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম লবণ, ১টি আমুল দুধের গুঁড়ো প্যাকেট (১০ গ্রাম), ১ প্যাকেট হলুদ গুঁড়ো, ১ প্যাকেট জিরে গুঁড়ো, ১ প্যাকেট শুকনো লঙ্কার গুঁড়ো এবং ৫০০ মিলি সর্ষের তেল। ত্রাণ সামগ্রীতে রয়েছে – ডি.এম. কিট, ৩ সেট ত্রিপল, শাড়ি, কম্বল, ধুতি, লুঙ্গি, কুর্তা-পায়জামা, সালোয়ার কামিজ এবং শিশুদের পোশাক“।
advertisement
সেই সঙ্গে দুর্গত মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “এছাড়াও দার্জিলিং ও জলপাইগুড়ির জেলাশাসকেরা দুর্গতদের জন্য অতিরিক্ত ত্রাণসামগ্রীর প্যাকেজও পাঠাচ্ছেন। আমরা সর্বদা সকল পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছি। প্রত্যেকটি মানুষের জীবন আমাদের কাছে মূল্যবান। আমাদের মা-মাটি-মানুষের সরকার নিশিদিন উত্তরবঙ্গের সকল মানুষের পাশে আছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি – এই সকল দুর্যোগ-দুর্ভোগ কেটে যেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে“।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 08, 2025 7:52 PM IST