#কলকাতা: প্রয়াত মতুয়া মহাসংঘের ‘বড়মা’ ৷ এসএসকেএমে প্রয়াত বীণাপাণি দেবী ৷ আজ, মঙ্গলবার রাত ৮টা ৫২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বড়মা ৷ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি ৷ হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে ৷ মতুয়া সংঘের বড় ক্ষতি হল ৷ রাতে এসএসকেএমেই থাকবে মরদেহ ৷ আগামিকাল, বুধবার সকালে দেহ নিয়ে যাওয়া হবে বাড়িতে ৷ ’’
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা 'বড়মা' বীণাপাণি দেবীর (ঠাকুর) প্রয়াণে আমরা শোকস্তব্ধ। আজ কলকাতার এস এস কে এম হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ১০১ বছর। এই শোকের মুহূর্তে আমি তাঁর পরিবার এবং মতুয়া সম্প্রদায়ের ভাই ও বোনেদের গভীর সমবেদনা জানাই।
বড়মা বীণাপাণি ঠাকুরের প্রয়াণে আমরা শোকস্তব্ধ। এই শোকের মুহূর্তে, ওনার পরিবার এবং মতুয়া সম্প্রদায়ের ভাই ও বোনেদের জানাই আমার সমবেদনা। গত নভেম্বর মাসে, বড়মা-র জন্মশতবার্ষিকী উপলক্ষে ওনার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার ১/২
— Mamata Banerjee (@MamataOfficial) March 5, 2019
তাঁকে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত। তাঁর প্রয়াণের খবর পেয়েই আমি হাসপাতালে ছুটে যাই এবং তাঁর শেষকৃত্যের সব ব্যবস্থার তদারকি করি। আগামিকাল ঠাকুরনগরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বড়মার শেষকৃত্য সম্পন্ন হবে। এজন্য ছ’জন মন্ত্রী দায়িত্বে আছেন। তাঁর মৃত্যুতে সার্বিকভাবে বাংলা তথা মতুয়া সম্প্রদায়ের অপূরণীয় ক্ষতি হল।
সব ব্যবস্থার তদারকি করে আমি সবে হাসপাতাল থেকে বেরোলাম। ছ'জন মন্ত্রী ওনার শেষকৃত্য সুষ্ঠভাবে সম্পন্ন করার দায়িত্বে আছেন। আগামীকাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, গান স্যালুট দিয়ে ওনার শেষকৃত্য হবে। ওনাকে বঙ্গ বিভূষণ সম্মান দিতে পেরে আমরা গর্বিত। ওনার আত্মার শান্তি কামনা করি ২/২
— Mamata Banerjee (@MamataOfficial) March 5, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Boroma, Mamata Banerjee