Health: চিকিত্সায় স্বচ্ছতাই লক্ষ্য, নয়া নির্দেশিকা জারি স্বাস্থ্য কমিশনের! বিল থেকে ওষুধ, কী কী বিষয় জানাতে হবে রোগীর পরিবারকে? জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
West Bengal Clinical Establishment Regulatory Commission: চিকিত্সা ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার লক্ষ্যেই নতুন নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য স্বাস্থ্য কমিশন বা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিসমেন্ট রেগুলেটারি কমিশন।
কলকাতা: চিকিত্সা ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার লক্ষ্যেই নতুন নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য স্বাস্থ্য কমিশন বা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিসমেন্ট রেগুলেটারি কমিশন।
রাজ্যের প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের ক্ষেত্রেই জারি করা হবে এই বিশেষ নির্দেশিকা। রোগীর শারীরিক অবস্থার বিবরণ থেকে চিকিত্সার বিল, একাধিক বিষয়ে জানাতে হবে রোগীর পরিবারকে, জানান হয়েছে নির্দেশিকায়।
advertisement
advertisement
রাজ্য স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এই নির্দেশিকা অনুযায়ী, কম আশঙ্কাজনক রোগীর শারীরিক অবস্থার বিবরণ প্রত্যেক একদিন অন্তর জানাতে হবে রোগীর পরিবারকে। রাজ্যের প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের ক্ষেত্রে এই নির্দেশিকা জারি হয়েছে এই নির্দেশিকা।
কী চিকিৎসা হল, কী ওষুধ প্রয়োগ হল, কোন কোন ডাক্তার দেখেছেন সমস্ত বিস্তারিত বিবরণ প্রত্যেকদিন জানাতে হবে। রোগীর পরিবারের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেইল আইডিতে পাঠাতে হবে। প্রত্যেক দিনের রোগীর চিকিৎসায় কত টাকা বিল হয়েছে এবং কোন কোন খাতে বিল হয়েছে, তাও জানাতে হবে রোগীর পরিবারকে।
advertisement
রোগীর পরিবার এবং বেসরকারি হাসপাতালে মধ্যে স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই নির্দেশিকা বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন। রোগীর পরিবারকে নিয়মিত কাউন্সিলিং করার জন্যই এই সিদ্ধান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2024 10:27 PM IST