সমতলে তৃণমূলের জয়জয়কার, পড়ুন কে পেল কত ভোট

Last Updated:

সাতে চার তৃণমূলের। পাহাড় থেকে সমতল, সাত পুরসভার ভোটেও জোড়াফুল শিবিরের জয়ের ধারা অব্যাহত।

#কলকাতা: সাতে চার তৃণমূলের। পাহাড় থেকে সমতল, সাত পুরসভার ভোটেও জোড়াফুল শিবিরের জয়ের ধারা অব্যাহত। বিমল গুরুংদের চিন্তায় ফেলে দিল তৃণমূল কংগ্রেসের মিরিক জয়। অধীর ম্যাজিক ফিকে করে নতুন পুরসভা ডোমকলে ফুটেছে জোড়াফুল। দীপার গড়ে ঢুকে রায়গঞ্জ ছিনিয়ে নিয়েছে শাসকদল। হাতেই থাকল পূজালি।
জোটের ফ্লপ শো। বলাই যায়। রায়গঞ্জ হোক বা ডোমকল। ধুয়ে মুছে সাফ বিরোধীরা। কংগ্রেসের হাতছাড়া রায়গঞ্জ পুরসভা। ২৭টির মধ্যে ২২ টি তৃণমূলের দখলে। রায়গঞ্জে ২৭টি ওয়ার্ডে তৃণমূল মোট ৩৭৬৯২ টি ভোট পেয়েছে ৷ বাম-কংগ্রেস জোট পেয়েছে ১৪২০৭ ভোট, বিজেপি ৬১২২ ৷
ডোমকলেও অধীর গড়ে ঘাসফুল । ২১ টির মধ্যে ১৮টি ওয়ার্ড জিতে পুরভোটে ঘাসফুলের একচ্ছত্র আধিপত্য। ২১টি ওয়ার্ডের ভোট গণনায় দেখা গিয়েছে তৃণমূল পেয়েছে মোট ৫৫১৫১ ভোট, বাম-কংগ্রেস জোট পেয়েছে ১৪৩৬১, বিজেপি ১০৮১ ও অন্যান্যরা পেয়েছে ১৭১০ ৷ ২০১৬-য়ে বিধানসভা ভোটে  তৃণমূলকে হারিয়ে জয়ী হন সিপিএম নেতা আনিসুর রহমান। ডোমকলের পুরভোট ছিল তাই তৃণমূলের কাছে চ্যালেঞ্জ।  আর বিরোধীদের কাছে এটা ছিল বাঁচা মরার লড়াই। সে লড়াইয়ে ডাহা ফেল বিরোধীরা।
advertisement
advertisement
জোটের টিকিটে জিতেই তৃণমূলে যোগ দেন ৯ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের আসাদুল ইসলাম। তাঁর সঙ্গেই ঘাসফুলে নাম লেখান কুড়ি নম্বর ওয়ার্ডের জয়ী বাম প্রার্থী আসাদুল ইসলাম।  ২১ নম্বর ওয়ার্ড থেকে জেতা কংগ্রেসের বিল্লাল শেখও তৃণমূলে যোগ দিচ্ছেন বলে দাবি তৃণমূলের।
জোট করেও শেষরক্ষা হয়নি দীপা দাসমুন্সির খাস তালুক রায়গঞ্জেও।  ইঙ্গিতটা ছিল প্রার্থী বাছাইয়ের সময়েই। দলবদলের চোটে প্রার্থী-ই পাচ্ছিল না হাত-শিবির । বামেদের সঙ্গে জোট বেধে পুরযুদ্ধে নামে কংগ্রেস। ২৭ টির মধ্যে ৯টি আসন বামেদের ছেড়ে দিয়েও ফল শূন্য।  মাত্র দুটি আসন ধরে রাখতে পেরেছে কংগ্রেস। ২৭টির মধ্যে ২৪টি ওয়ার্ডেই তৃণমূল। একটা সময়ে নিজেরই ডান হাত অভিজিত সাহার কাছে মাত্র ৪২ ভোটে হেরে গেছেন বিদায়ী চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। এক ওয়ার্ডে জিতেছে বিজেপি।  ছটি ওয়ার্ডে জোটকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেরুয়া শিবির।
advertisement
বিধানসভার মতো সমতলের তিন পুরসভাতেই জয়জয়কার জোড়াফুলের ৷ প্রত্যাশা মতোই পূজালি পুরসভাও নিজের দখলে রাখল তৃণমূল ৷ পূজালি পুরসভায় ১৬টি ওয়ার্ডের মধ্যে ১২টিতেই জয় পেয়ে পুর ক্ষমতা দখল করল জোড়াফুল ৷ তবে তারই মধ্যে পূজালিতে উল্লেখযোগ্য ফল বিজেপির ৷ কংগ্রেস, সিপিআইএমকে পিছনে ফেলে পূজালিতে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে গেরুয়া শিবির ৷
advertisement
পূজালি পুরসভায় ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১২টি, বিজেপির ঝুলিতে ২ ও কংগ্রেস এবং নির্দল প্রার্থী জিতেছেন একটি করে আসনে ৷ ৯ ও ৩ নং ওয়ার্ডে জয়ী বিজেপি ৷ কংগ্রেস জয় পেয়েছে শুধুমাত্র ৬ নং ওয়ার্ডে ৷ ১০ নং ওয়ার্ড থেকে জিতেছেন নির্দল প্রার্থী ৷ পূজালিতে তৃণমূল পেয়েছে মোট ১১৫৭৭টি ভোট, বিজেপি ৩৭৩৮ বাম ও কংগ্রেস জোট ৩৬৬৪ ও অন্যান্যরা পেয়েছেন ৪৭২৭ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সমতলে তৃণমূলের জয়জয়কার, পড়ুন কে পেল কত ভোট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement