West Bengal Budget Session 2022|| রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রীর বাজেট পেশ, কী পেলেন মহিলারা? কোথায় বাড়ল বরাদ্দ?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Budget session 2022: বাজেট অধিবেশনে (West Bengal Budget Session) অর্থমন্ত্রীর ঘোষণা করেন, এ বারে 'দুয়ারে সরকার' কর্মসূচির মাধ্যমে আরও ৮ লক্ষ মহিলা বিধবা পেনশনের জন্য আবেদন জানিয়েছেন।
#কলকাতা: বাজেট পেশ করলেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে মহিলাদের জন্য যে বিশেষ কিছু অপেক্ষা করতে পারে, তা নিয়ে রাজ্যের মহিলারা আশাবাদী ছিলেন। অর্থমন্ত্রী মহিলাদের নানা প্রকল্পের কথা তুলে ধরেছেন বাজেট ভাষণে। বার্ধক্য পেনশন এবং প্রতিবন্ধী পেনশন ছাড়াও রাজ্য সরকার বিধবা পেনশন দেয়। এ বারের বাজেট অধিবেশনে (West Bengal Budget Session) সেই বিধবা ভাতায় বরাদ্দ বাড়ানোর কথা জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বর্তমানে ১৩ লক্ষেরও বেশি মহিলা বিধবা ভাতা পান। তার জন্য সরকারের খরচ হয় ১,৫৬০ কোটি টাকা।
বাজেট অধিবেশনে (West Bengal Budget Session) অর্থমন্ত্রীর ঘোষণা করেন, এ বারে 'দুয়ারে সরকার' কর্মসূচির মাধ্যমে আরও ৮ লক্ষ মহিলা বিধবা পেনশনের জন্য আবেদন জানিয়েছেন। সেই অতিরিক্ত ৮ লক্ষ বিধবা মহিলাকেই ২০২২ সালের ১ এপ্রিল থেকে এই পেনশন দেওয়া হবে। যার ফলে মোট ২১ লক্ষ বিধবা মহিলা এই পেনশনের আওতায় আসবেন। বাজেটে তার জন্য বরাদ্দ হয়েছে ৯৬০ কোটি টাকা।'
advertisement
আরও পড়ুন: ২০২৪-এর মধ্যে বিরাট লক্ষ্য সরকারের! ঘোষণা রাজ্য বাজেটে, বহু মানুষ হবেন উপকৃত
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা ভোটের ইস্তাহারে তৃণমূল কংগ্রেস (TMC) ঘোষণা করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা। বিধানসভা ভোটে বিপুল জয়ের পরে চালু করে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে মহিলারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যান। স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়ে গেছে। স্বাস্থ্য সাথী প্রকল্পও চলছে। এই অবস্থায় ভোটবাক্সে যে প্রকল্পের সুফল মিলেছিল, আগামী এক বছরে সেই প্রকল্পের কাজ যাতে চলতে পারে সেটা বজায় রাখাই এখন চ্যালেঞ্জ (West Bengal Budget Session)।
advertisement
advertisement
বাজেট বক্তৃতায় মন্ত্রী উল্লেখ করেন, রাজ্য সরকার ভর্তুকি মূল্যে এবং বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ১০ কোটি মানুষকে স্বাস্থ্যবিমার আওতায় এনেছে। ৭০ লক্ষেরও বেশি মানুষ সামাজিক নানা প্রকল্পের মাধ্যমে পেনশন পান। যার জন্য খরচ হয় ৯,০০০ কোটি টাকা। এ ছাড়াও ২৫-৬০ বছর বয়সী ১.৫৩ কোটি মহিলা 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের আওতায় এসেছেন। তার জন্য বছরে রাজ্যকে খরচ করতে হয় ১০,০০০ কোটি টাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2022 3:34 PM IST