Suvendu Adhikari: উত্তরকন্যায় প্রবেশে শুভেন্দু-সহ অন্যান্য বিধায়কদের বাধা, আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু বিজেপির
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
উত্তরকন্যায় যাওয়ার পথে পুলিশের বাধা পেয়ে মঙ্গলবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পুলিশের বিরুদ্ধে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হবেন তাঁরা। আদালতের অনুমতি নিয়েই তিনি এবং অন্যান্য বিধায়করা উত্তরকন্যায় যাবেন।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সরকারি সচিবালয় উত্তরকন্যায় প্রবেশে শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিধায়কদের বাধা দেওয়ার অভিযোগে আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি। উত্তরকন্যায় যাওয়ার পথে পুলিশের বাধা পেয়ে মঙ্গলবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পুলিশের বিরুদ্ধে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হবেন তাঁরা। আদালতের অনুমতি নিয়েই তিনি এবং অন্যান্য বিধায়করা উত্তরকন্যায় যাবেন।
বিজেপি সূত্রের খবর, ‘‘উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা শীঘ্রই পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে উত্তরবঙ্গের সচিবালয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ-সহ উত্তরকন্যা থেকে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তা সরেজমিনে খতিয়ে দেখতে চান তাঁরা, এই মর্মে উত্তরকন্যা পরিদর্শনে যেতে যান শুভেন্দু অধিকারী ও বিজেপির অন্যান্য জনপ্রতিনিধিরা, সার্কিট বেঞ্চে এই আবেদন জানাতে চলেছেন বিজেপির উত্তরবঙ্গের বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর সেরে শিলিগুড়ি ছাড়তেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মঙ্গলবার বিজেপি-র উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়৷ পুলিশের বিরুদ্ধে অভব্য আচরণ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা ৷
advertisement
advertisement
শেষে অবশ্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এক আধিকারিক গিয়ে শুভেন্দু অধিকারীকে উত্তরকন্যা ভিতরে নিয়ে যাওয়ার জন্য বাইরে আসেন ৷ কিন্তু ওই আধিকারিকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার শিলিগুড়ির এক সভা থেকে উত্তরকন্যায় যাওয়ার শুভেন্দু অধিকারীর ঘোষণার পরপরই তা ঠেকাতে আগে ভাগেই প্রস্তুত ছিল পুলিশ৷ উত্তরকন্যার সামনে পৌঁছতেই বাইরেই শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের ব্যারিকেড করে আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিরোধী দলনেতা ৷ পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয়।
advertisement
রীতিমত হুঁশিয়ারির সুরে শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, ‘‘ ইচ্ছাকৃত ভাবে মহিলা পুলিশদের সামনে রেখে তাঁকে ও বিজেপির জনপ্রতিনিধি দলকে আটকানো হয়। যদিও বিরোধী দলনেতার অনুরোধ রাখেনি পুলিশ ৷ উত্তরকন্যা চত্বরে ১৪৪ ধারা জারি আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয় ৷ এর পরেই রাজ্য পুলিশ ও প্রশাসনকে রীতিমতো হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, ‘‘এর জবাব যদি সুদে আসলে না দিতে পারি তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয় ৷ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি ৷ তাঁকে প্রাক্তনও করে দেবো ৷ তার পর এই পুলিশদের বুঝে নেবোন৷’’
advertisement
এর পরে পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিব অজিত বর্ধন উত্তরকন্যার বাইরে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীকে ভিতরে আসার আমন্ত্রণ জানান ৷ যদিও সেই আবেদন প্রত্যাখ্যান করে শুভেন্দু ওই আধিকারিককেও হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘ যেভাবে পুলিশ দিয়ে তাঁদের আটকানো হল, তা অন্যায়। এবার আদালতের দ্বারস্থ হয়েই তাঁরা উত্তরকন্যায় যাবেন।’’
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Dec 14, 2023 9:33 AM IST







