EXCLUSIVE: ‘দেশে একটাই গ্যারান্টি, মোদিজীর গ্যারান্টি...’ লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামল বঙ্গ বিজেপি

Last Updated:

দিল্লির মসনদ দখলের লড়াই। তার আগে বঙ্গ বিজেপি প্রধানমন্ত্রীই তাঁদের ‘গ্যারান্টি' বলে প্রচারে নামল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই মর্মে ইতিমধ্যেই প্রচার পোস্টারও তৈরি করে ফেলেছে রাজ্য বিজেপি।

‘দেশে একটাই গ্যারান্টি, মোদিজীর গ্যারান্টি...’ লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামল বঙ্গ বিজেপি
‘দেশে একটাই গ্যারান্টি, মোদিজীর গ্যারান্টি...’ লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামল বঙ্গ বিজেপি
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বছর ঘুরলেই চব্বিশের মহারণ। দিল্লির মসনদ দখলের লড়াই। তার আগে বঙ্গ বিজেপি প্রধানমন্ত্রীই তাঁদের ‘গ্যারান্টি’ বলে প্রচারে নামল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই মর্মে ইতিমধ্যেই প্রচার পোস্টারও তৈরি করে ফেলেছে রাজ্য বিজেপি।
বঙ্গ বিজেপির তরফে যে পোস্টার সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী একেবারে ‘বাঙালিবাবু’ বেশে। ধুতি পাঞ্জাবি পড়া প্রধানমন্ত্রীর ছবি দিয়ে লেখা ‘দেশে একটাই গ্যারান্টি মোদিজীর গ্যারান্টি’। এই প্রচার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বঙ্গ বিজেপির অনেক প্রথম সারির নেতাই নিজেদের সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছেন এই পোস্টার।
advertisement
advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্য বিজেপির নড়বড়ে সংগঠন থেকে ঘরোয়া কোন্দল ঠেকাতে লোকসভা ভোটে নরেন্দ্র মোদি যে তাঁদের ‘ভরসা’ এবং তাঁকে ‘মুখ’ করেই ভোট বৈতরণী পার হতে চাইছে বঙ্গ পদ্ম শিবির। বঙ্গ সফরে বাংলা থেকে ৪২ টি আসনের মধ্যে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা আগেই বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। কিন্তু সংগঠনের যা হাল, তাতে সেই লক্ষ্যমাত্রা পূরণ কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য বিজেপির অন্দরেই। তাই প্রধানমন্ত্রীকে ‘মুখ’ করেই চব্বিশের ভোটে একদিকে শাসক তৃণমূলের দুর্নীতির অভিযোগ আর অন্যদিকে মোদি সরকারের উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করেই প্রচারে জোর দিতে চাইছে গেরুয়া শিবির বলে মত রাজনৈতিক মহলের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
EXCLUSIVE: ‘দেশে একটাই গ্যারান্টি, মোদিজীর গ্যারান্টি...’ লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নামল বঙ্গ বিজেপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement