Speaker Biman Banerjee: ‘কলেজগুলোতে যা হচ্ছে, এগুলো অসভ্যতামো...’, ছাত্র ইউনিয়ন নিয়ে কড়া মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Written by:PARADIP GHOSH
Last Updated:
Speaker Biman Banerjee: বিধানসভায় এদিন স্পিকার বিমান বসু বলেন, ‘‘কলেজগুলোতে যা হচ্ছে সেটা কোনওভাবেই গ্রহণযোগ্য না।’
কলকাতা: কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটলায় তোলপাড় গোটা রাজ্য। ঘটনার মূল অভিযুক্ত মনোজিত্ মিশ্রের কলেজের প্রাক্তন ছাত্র এবং ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত। এর পরেই কলেজের ছাত্র নির্বাচন এবং কলেজ ইউনিয়নের ‘দাদাগিরি’ নিয়ে বিতর্কের ঝড়। কসবা কাণ্ডের পাশাপাশি উঠে এসেছে আরও একাধিক কলেজের ঘটনাও। এ প্রসঙ্গে এবার কড়া মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বসু।
বিধানসভায় এদিন স্পিকার বিমান বসু বলেন, ‘‘কলেজগুলোতে যা হচ্ছে সেটা কোনওভাবেই গ্রহণযোগ্য না। অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো অসভ্যতাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কেউ এগুলোকে সমর্থন করে না। শিক্ষামন্ত্রী আছেন অবশ্যই তিনি দেখবেন। তবে অবিলম্বে এসব বন্ধ করতে হবে।’’
advertisement
advertisement
কলেজে ছাত্র নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কলেজে ছাত্র নির্বাচন হওয়া উচিত। ছাত্র সংসদ না থাকলে ছাত্র ইউনিয়নের আবার কি প্রয়োজন। সরকার নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তা ভাবনা করবে। তবে আমি মনে করি ছাত্র ভোট হওয়া বাঞ্ছনীয়। কিন্তু ছাত্র ভোটের আগেই কলেজ গুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও কখওনই কাম্য নয়। যা হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না।’’
advertisement
কলেজে অস্থায়ী কর্মী নিয়োগ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘‘কলেজে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে আমার বক্তব্য এতে অসুবিধা কোথায়। ছাত্ররা রাজনীতি করবে তারপরে কলেজে অস্থায়ী হিসেবে কাজ করবে এতে আমি কোনও অন্যায় দেখি না। কিন্তু প্রশ্ন হল শুধুমাত্র একটি দলের ছাত্ররাই কেন চাকরি পাবে? অধ্যক্ষের জবাব, নিরপেক্ষভাবে সব দল থেকে নেওয়া উচিত।’’
advertisement
আজ পশ্চিবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন। বিধানসভায় এদিন জ্যোতি বসু প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জ্যোতি বসু পশ্চিমবাংলার নিঃসন্দেহে একটি উজ্জ্বল নাম। বাংলাকে সংযুক্ত রাখার ক্ষেত্রে তার অবদান অস্বীকার করা যাবে না। দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি যেভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার হাত ধরেই কমিউনিস্ট পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে একটা জায়গা করে নিয়েছে। এখন তাদের দলে জ্যোতি বসুর মতন নেতার খুব অভাব। আমি আশা রাখি এরকম একজন নেতৃত্ব অবশ্যই ভবিষ্যতে উঠে আসবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 1:57 PM IST