বঙ্গ দখলে কৃষক দরদী শাহ, ইশতেহারে বকেয়া মিটিয়ে বছরে ১০ হাজারের প্রতিশ্রুতি!

Last Updated:

বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষের জন্য কী কী করবে দল, এদিন সেই খতিয়ান তুলে ধরেছেন অমিত শাহ। ইশতেহার 'সোনার বাংলা সঙ্কল্পপত্র' প্রকাশের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে কটাক্ষ করেন অমিত শাহ।

#কলকাতা: বহু প্রতীক্ষার পর শেষ পর্যন্ত প্রকাশিত হল বাংলার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপির ইশতেহার। রবিবার পূর্ব মেদিনীপুরের এগরায় ভোট প্রচারের পর সন্ধেয় বিজেপির ইশতেহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষের জন্য কী কী করবে দল, এদিন সেই খতিয়ান তুলে ধরেছেন অমিত শাহ। ইশতেহার 'সোনার বাংলা সঙ্কল্পপত্র' প্রকাশের সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে কটাক্ষ করেন অমিত শাহ।
গত ১ মাস ধরে রাজ্যজুড়ে মানুষের মতামত নিয়ে ওই সঙ্কল্প পত্র তৈরি করা হয়েছে বলে দাবি বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সঙ্কল্পপত্রে সাধারণ মানুষের জন্য নানা কর্মপরিকল্পনার পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে বাংলার কৃষকদের প্রতি। পিএম কিষাণ সম্মান নিধির প্রকল্পে আগের তিন বছরে ৬ হাজার টাকা করে ৭৫ লক্ষ কৃষককে ১৮ হাজার করে বকেয়া টাকা প্রথমেই দেওয়া হবে বলে দাবি করেছেন অমিত শাহ। তার পরে কেন্দ্রীয় প্রকল্পের ৬ হাজার টাকা এবং রাজ্যের প্রকল্পের ৪ হাজার মিলিয়ে ১০ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
অন্যদিকে, কয়েকদিন আগেই নিজেকে 'কৃষক বন্ধু' হিসেবে দাবি করে তৃণমূল কংগ্রেসও নিজেদের ইশতেহার প্রকাশ করেছে। সেখানেও কৃষকদের জন্য দরাজ প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'বার্ষিক ১০,০০০ টাকা একর পিছু সহায়তা করা হবে প্রান্তিক কৃষকদের। আর এটা বাংলার সকল বসবাসকারীদের প্রতি আমার প্রতিজ্ঞা যে আপানদেরকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি আমি পূরণ করব।' ভোট প্রচারে একাধিক বার বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'কিষাণ সম্মান নিধি' রাজ্যে চালু করতে না দেওয়া নিয়ে বিঁধেছেন। মোদির দাবি, কৃষকদের জন্য কথা বললেও, কাজের বেলা মমতার সরকার কেন্দ্রীয় প্রকল্পকে পর্যন্ত আটকে রেখেছে। কারণ, যদি এই টাকা কৃষকদের কাছে চলে যায় এবং মোদির জয়জয়কার হয়, তাহলে তো তাদের রাজনীতিই শেষ হয়ে যাবে। তাই তারা কৃষকদের পকেটে টাকা পৌঁছতে দেয়নি। যদিও বরাবর মোদির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে, কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের পড়াশোনা পুরোপুরি বিনামূল্যে করা হবে বলে আশ্বাস দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি সরকারি পরিবহণে মহিলাদের পুরোপুরি বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বঙ্গ দখলে কৃষক দরদী শাহ, ইশতেহারে বকেয়া মিটিয়ে বছরে ১০ হাজারের প্রতিশ্রুতি!
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement