পিরিয়ডস কেন হয় ? যৌন জীবনের সঙ্গে তার সম্পর্কই বা কি ? শেখাচ্ছেন এই মেয়ে ! দেখুন ভিডিও
Last Updated:
বয়ঃসন্ধিক্ষণে মেয়েদের কি করা উচিত কি করা উচিত নয়, তার পাঠক্রম দেওয়া হচ্ছে
#কলকাতা: স্যানিটারি ন্যাপকিন। একটা সাবলীল স্বাভাবিক গুরুত্বপূর্ন জিনিস। সেটা আমরা জানি, প্রত্যেকেই। কিন্তু তবুও এই জিনসটা নিয়ে এখনও মানুষের কানাঘুষো গেল না। মেয়েরা মন্দিরে যেতে পারবে না পিরিয়ডস চলা কালীন সময়ে। কে যে কবে এই নিয়ম করেছে তা কারও জানা নেই। পুরুষ শাষিত সমাজে এইরকম অনেক কিছুই চালু হয়েছিল যা মেয়েদেরকে সমাজের সবচেয়ে নীচের তলায় রাখার জন্য। পিরিয়ডস কোনও রোগ নয়। গ্রামে শুধু নয় শহরের অনেক মানুষের মধ্যেও এখনও সচেতনা তৈরি হয়নি। এবার নারীদের শরীর সম্পর্কে সচেতনাতা বাড়াতে এগিয়ে এল এই সেচ্ছাসেবী সংস্থা। এই সোস্যাইটির নাম 'ওয়েবস্টার সার্ভিস সোস্যাইটি।'
তারা গ্রামের মেয়েদের হাতে ও গরীব মেয়েদের হাতে তুলে দিচ্ছে স্যানিটারি ন্যাপকিন। তারপর তারা পিছিয়ে পড়া মহিলাদের কাছে পৌঁছে করছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। বয়ঃসন্ধিক্ষণে মেয়েদের কি করা উচিত কি করা উচিত নয়, তার পাঠক্রম দেওয়া হচ্ছে। এই সংস্থার মেয়েরা গিয়ে সচেতনাতা বাড়াচ্ছেন মহিলাদের। তাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে নেটিজেনরা। দেখে নিন তাদের কাজের ভিডিও...
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
August 06, 2019 6:49 PM IST