আগামী বছর মাধ্য়মিকের মতো এগোচ্ছে উচ্চমাধ্য়মিকও, পরীক্ষা শুরু ২৬ ফেব্রুয়ারি
Last Updated:
#কলকাতা: মাধ্যমিকের মতো এগিয়ে এল আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষাও। ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৬ ফেব্রুয়ারি, শেষ হবে ১৩ মার্চ।
২০১৯-এ লোকসভা নির্বাচনের জন্য এগিয়ে আসতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা, এই খবর নিউজ 18 বাংলাই প্রথম আপনাদের জানিয়েছিল ৷ সেই খবরেই এদিন সিলমোহর দিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। চলতি বছরের রেজাল্ট ঘোষণার পর জানিয়ে দিলেন পরবর্তী বছরের পরীক্ষাসূচিও।
পরবর্তী বছর প্রায় এক মাস এগিয়ে এল উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলতি বছর ২৭ মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক । পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় এদিন প্রকাশিত হল ২০১৮ সালের উচ্চমাধ্যমিকের রেজাল্ট ।
advertisement
advertisement
আরও পড়ুন
১৮টি জেলায় মেয়েদের পাশের হার বেশি ৷ পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ শতাংশ ছাত্রী ৷ ৪৭ শতাংশ ছাত্র ৷ এবারে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৩.৭৫ শতাংশ ৷ পূর্ব মেদিনীপুরে পাশের হার সব থেকে বেশি ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং৷
advertisement
এবার উচ্চমাধ্যমিকে কলা বিভাগ থেকে ৪৯৬ পেয়ে প্রথম হয়েছে গ্রন্থন সেনগুপ্ত ৷ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম ও উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়েছে তমলুকের ছাত্র ঋত্বিক কুমার সাহু ৷ তৃতীয় হয়েছে দু’জন ৷ তিমিরবরণ দাস ও শ্বাশত রায় ৷ চতুর্থ স্থানে রয়েছে ৬ পড়ুয়া ৷ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী অভ্রদীপ্তা ঘোষ মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ৷ তার প্রাপ্ত নম্বর ৪৮৬ ৷ মেধাতালিকায় অভ্রদীপ্তার স্থান পঞ্চম ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2018 11:05 AM IST