৪০-৫০ কিমি বেগে আসছে ঝড়, কলকাতায় মাঝারি-ভারী বৃষ্টি
Last Updated:
৪০-৫০ কিমি বেগে আসছে ঝড়, কলকাতায় মাঝারি-ভারী বৃষ্টি
#কলকাতা: উইকএন্ডে স্বস্তির বৃষ্টি। কলকাতায় বৃষ্টি শুরু বিকেলেই। সন্ধেয় রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। জানল আলিপুর আবহাওয়া দফতর।
ভ্যাপসা গরম, আর্দ্রতা থেকে স্বস্তির সম্ভাবনা। রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
সকালে রোদ। বেলা বাড়তেই আকাশ ঢেকেছে মেঘে। শনিবার আবহাওয়ার এই বদল ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের ব্যাখ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সক্রিয় হয়েছে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
উত্তরের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টি হবে। রবিবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের। কলকাতায় ইডেনে দীনেশ কার্তিকের কেকেআরের বিরুদ্ধে খেলবে বিরাট কোহলির আরসিবি। ইডেনের এখন নিকাশি ব্যবস্থা বেশ ভাল। টানা দু-তিন ঘণ্টা বৃষ্টি হলেও ইডেনে ম্যাচ শুরু হওয়া নিয়ে সমস্যা হবে না। তবে নাগাড়ে দুর্যোগ চললে খেলা চালানো কঠিন হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 07, 2018 6:35 PM IST