#কলকাতা: ষষ্ঠী পেরিয়ে সপ্তমী ৷ আকাশের মুখ আজও একইরকম ভার ৷ গতদিনের মতোই শনিবারও সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ উৎসবের তিলোত্তমার সপ্তমীর মুড সকাল সকালই বৃষ্টিতে ভিজে সপসপে ৷ তবুও বৃষ্টি মাথায় করেই সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন কচিকাচা থেকে বড়রা ৷
আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর ৷ আলিপুরের পূর্বাভাস, সপ্তমীর সারাদিনই মহানগরে দফায় দফায় বিক্ষিপ্ত দাপট দেখাবে বৃষ্টি ৷ শুধু কলকাতাই নয়, দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷
আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সপ্তমীই নয় পুজোর বাকি দিনগুলিও শহর জুড়ে দাপিয়ে বেড়াবে বর্ষাসুর ৷ নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই এই দুর্ভোগের কারণ ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের অভিমুখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ৷ বৃহস্পতিবার পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণাবর্তটি সরে আসায় বিপদ ঘনিয়েছে দুর্গাপুজোর উৎসবে ৷ মধ্যগগনে থাকা উৎসবের আমেজে ঠান্ডা জল ঢালতে চলেছে বৃষ্টি ৷ তবে শারদীয়ার আনন্দ বলে কথা। ঠাকুর দেখতে বাঙালির কাছে কোনও বাধাই বাধা নয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja, Saptami, Weather Report, Weather Update