‘অসুর’ বৃষ্টি দাপাবে গোটা পুজো, সপ্তমীতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Last Updated:

ষষ্ঠী পেরিয়ে সপ্তমী ৷ আকাশের মুখ আজও একইরকম ভার ৷ গতদিনের মতোই শনিবারও সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷

#কলকাতা: ষষ্ঠী পেরিয়ে সপ্তমী ৷ আকাশের মুখ আজও একইরকম ভার ৷ গতদিনের মতোই শনিবারও সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ উৎসবের তিলোত্তমার সপ্তমীর মুড সকাল সকালই বৃষ্টিতে ভিজে সপসপে ৷ তবুও বৃষ্টি মাথায় করেই সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন কচিকাচা থেকে বড়রা ৷
আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর ৷ আলিপুরের পূর্বাভাস, সপ্তমীর সারাদিনই মহানগরে দফায় দফায় বিক্ষিপ্ত দাপট দেখাবে বৃষ্টি ৷ শুধু কলকাতাই নয়, দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷
আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, সপ্তমীই নয় পুজোর বাকি দিনগুলিও শহর জুড়ে দাপিয়ে বেড়াবে বর্ষাসুর ৷ নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই এই দুর্ভোগের কারণ ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্তের অভিমুখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ৷ বৃহস্পতিবার পশ্চিম বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণাবর্তটি সরে আসায় বিপদ ঘনিয়েছে দুর্গাপুজোর উৎসবে ৷ মধ্যগগনে থাকা উৎসবের আমেজে ঠান্ডা জল ঢালতে চলেছে বৃষ্টি ৷ তবে শারদীয়ার আনন্দ বলে কথা। ঠাকুর দেখতে বাঙালির কাছে কোনও বাধাই বাধা নয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘অসুর’ বৃষ্টি দাপাবে গোটা পুজো, সপ্তমীতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement