ফের শীতের পথে বাধা নিম্নচাপ, ১২ ডিসেম্বরের আগে শীত নয়
Last Updated:
ফের শীতের পথে বাধা নিম্নচাপ? শীতের অপেক্ষায় গোটা রাজ্য ৷ কিন্তু আবহাওয়া রিপোর্ট বলছে অন্যকিছু ৷ ১২ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়ছে না রাজ্যে ৷
#কলকাতা: ফের শীতের পথে বাধা নিম্নচাপ? শীতের অপেক্ষায় গোটা রাজ্য ৷ কিন্তু আবহাওয়া রিপোর্ট বলছে অন্যকিছু ৷ ১২ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়ছে না রাজ্যে ৷
আশা ছিল গত বছরের আক্ষেপ এবার বুঝি সুদে আসলে পুষিয়ে দেবে শীত বাবাজি ৷ কিন্তু বাস্তবে সে গুড়ে বালি ৷
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের উপর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ৷ ঘূর্ণাবর্ত ক্রমশই নিম্নচাপের আকার নিচ্ছে ৷ আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ গভীর হতে পারে ৷ এর জেরে উপকূলীয় এলাকায় বৃষ্টির পূর্বাভাস ৷ ১৮ ডিগ্রির নীচে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর ৷
advertisement
advertisement
দক্ষিণ আন্দামান সাগরের উপর নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী চব্বিশ ঘণ্টায় গভীর নিম্নচাপ তৈরি হবে। এর জেরে ১২ ডিসেম্বরের আগে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। এখন তাপমাত্রা সর্বনিম্ন ১৭-১৮ ডিগ্রির কাছে থাকবে। রাতের দিকে পরিষ্কার ও দিনে মেঘলা আকাশ থাকবে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাহলে আরামপ্রিয় অলস বাঙালির প্রিয় ঋতু আসবে কবে? কবেই বা লেপের ওম নিয়ে দিন শেষে নিদ্রা দেবে সকলে ৷ আর কবেই বা রোদে পিঠ দিয়ে সোয়েটার মাফলার জড়িয়ে পিকনিক করবে বাঙালি? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত আসার বা তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই ৷ তবে আশার কথা, ততদিন শহরজুড়ে শীতের আমেজ বজায় থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2016 4:04 PM IST