'এই নৃশংস হত্যাকাণ্ডে আমরা বাকরুদ্ধ,' কাশ্মীরের ঘটনায় ট্যুইট মমতার
Last Updated:
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে মুর্শিদাবাদের বাসিন্দা ৫ শ্রমিককে সারি বেঁধে দাঁড় করিয়ে গুলি করে খুন করে জঙ্গিরা৷ এই ঘটনায় মমতার প্রতিক্রিয়া, 'আমরা বাকরুদ্ধ৷'
#কলকাতা: জম্মু-কাশ্মীরে বাংলার ৫ শ্রমিককে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে মুর্শিদাবাদের বাসিন্দা ৫ শ্রমিককে সারি বেঁধে দাঁড় করিয়ে গুলি করে খুন করে জঙ্গিরা৷ এই ঘটনায় মমতার প্রতিক্রিয়া, 'আমরা বাকরুদ্ধ৷'
We are shocked and deeply saddened at the brutal killings in Kashmir. Five workers from Murshidabad lost their lives. Words will not take away the grief of the families of the deceased. All help will be extended to the families in this tragic situation
— Mamata Banerjee (@MamataOfficial) October 29, 2019
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, 'এই নৃশংস হত্যাকাণ্ডে আমরা বাকরুদ্ধ৷ মুর্শিদাবাদের ৫ শ্রমিক প্রাণ হারালেন৷ কোনও মন্তব্যই সান্তনার জন্য যথেষ্ট নয়৷ এই পরিস্থিতিতে নিহতদের পরিবারকে সব রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত৷'
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় ৫ শ্রমিক নিজেদের ভাড়া বাড়িতে ছিলেন৷ তখনই জঙ্গিরা ঢোকে৷ প্রত্যেককে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে৷ তারপর সার বেঁধে দাঁড় করিয়ে গুলি করে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ শ্রমিকের৷ একজন গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে৷ গত ১৫ দিনে এই কাশ্মীরে ১১ জন ভিনরাজ্যের শ্রমিককে খুন করল জঙ্গিরা৷
advertisement
কাশ্মীরে যে দিনএই নৃশংস হত্যালীলা হল, সে দিনই ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের একটি প্রতিনিধিদল কাশ্মীরে গিয়েছিলেন পরিস্থিতি দেখতে৷ ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরে যাওয়া ভিনরাজ্যের শ্রমিক, ট্রাক ড্রাইভারদের উপর হিংসা চালাচ্ছে জঙ্গিরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 30, 2019 8:16 AM IST