আজ সকাল ১০টায় প্রকাশিত হবে উচ্চমাধ্য়মিকের ফলাফল, অনলাইনেও দেখা যাবে রেজাল্ট

Last Updated:

আজ সকাল ১০টায় প্রকাশিত হবে উচ্চমাধ্য়মিকের ফলাফল, অনলাইনেও দেখা যাবে রেজাল্ট

#কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার শেষ আর কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হবে চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষার্থীদের উৎকন্ঠা শেষে আজ সকাল ১০টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে সংসদ ৷ ফলাফল ঘোষিত হলেই ১০টার মধ্যে সংসদের ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করে দেওয়া হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ এদিনই ১১ টা থেকে স্কুলগুলিতে শুরু হবে পরীক্ষার্থীদের মার্কশিট বিতরণ ৷
যেসব ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন সেগুলি হল-
http:// wbresults.nic.in/highersecondary/wbhsres.htm
advertisement
www.exametc.com
www.knowyourresult.com
http:// wb12.knowyourresult.com
http:// www.indiaresults.com
www.schools9.com
www.manabadi.com
www.examresults.net
www.westbengaleducation.net
www.results.westbengaleducation.net
www.resultsout.com
ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে গিয়ে নিজেদের অ্যাডমিটে উল্লেখিত রোল নম্বর দিলেই পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন। ওয়েবসাইট ছাড়াও ফল জানা যাবে SMS-এর মাধ্যমে ৷ SMS -এ ফল জানতে হলে টাইপ করতে হবে SMS WB 12

advertisement
চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ৮,২৬,০২৬। গত বছরের তুলনায় ৫৩ হাজার বেশি।ছাত্রদের সংখ্যা প্রায় ৪ লক্ষ ২০ হাজার ৷ এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছেন প্রায় ৩ লক্ষ ৮০ হাজার ছাত্রী ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ সকাল ১০টায় প্রকাশিত হবে উচ্চমাধ্য়মিকের ফলাফল, অনলাইনেও দেখা যাবে রেজাল্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement