WB Police: রাজ্য পুলিশের বড় সাফল্য, ট্রেন থেকে আড়াই লাখের রপো, ১০০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার

Last Updated:

রাজ্য পুলিশের বড় সাফল্য। তেলঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকাতির কিনারা করল রাজ্য পুলিশ

কলকাতা: রাজ্য পুলিশের বড় সাফল্য। তেলঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকাতির কিনারা করল রাজ্য পুলিশ। ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দি এক্সপ্রেসে আচমকা চেকিং করার সময় প্রায় আড়াই লক্ষ টাকার রুপোর সামগ্রী এবং ১০০ গ্রামের বেশি ওজনের সোনার বিস্কুট দুষ্কৃতীদের থেকে উদ্ধার করে রাজ্য পুলিশ।
দুষ্কৃতীদের জেরা করে জানা যায়, তেলঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে তারা কাজ করত। ইতিমধ্যেই তেলেঙ্গনা পুলিশকে জানিয়েছে রাজ্য পুলিশ। ২ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে।
advertisement
advertisement
অন্যদিকে, বৃহস্পতিবার গঙ্গার ভয়াবহ জলের কারণে আটকে থাকা বেশ কিছু ছাত্র -ছাত্রীদের বাড়ি পৌঁছে দিল পলিশ। কলেজ পড়ুয়াদের পাশে দাঁড়াল সামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার। ধুলিয়ানের নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের বেশকিছু ছাত্র-ছাত্রী পরীক্ষার দিতে জঙ্গিপুর গিয়েছিলেন। গঙ্গার জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে তাই প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সন্ধ্যার পর গঙ্গায় নৌকা পারাপার বন্ধ। অন্যদিকে প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে জলস্তর। তাই পরীক্ষা দিয়ে ফিরতে দেরি হওয়ায় গঙ্গা পারাপার করতে না পারায় ধুলিয়ানে গঙ্গার পাড়ে আটকে যান পড়ুয়ারা। সন্ধ্যা গড়িয়ে রাত হতেই চিন্তিত হয়ে পড়েন সকলেই। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না পড়ুয়ারা। তখনই সেই খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়।
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Police: রাজ্য পুলিশের বড় সাফল্য, ট্রেন থেকে আড়াই লাখের রপো, ১০০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement