WB Police: রাজ্য পুলিশের বড় সাফল্য, ট্রেন থেকে আড়াই লাখের রপো, ১০০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্য পুলিশের বড় সাফল্য। তেলঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকাতির কিনারা করল রাজ্য পুলিশ
কলকাতা: রাজ্য পুলিশের বড় সাফল্য। তেলঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকাতির কিনারা করল রাজ্য পুলিশ। ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দি এক্সপ্রেসে আচমকা চেকিং করার সময় প্রায় আড়াই লক্ষ টাকার রুপোর সামগ্রী এবং ১০০ গ্রামের বেশি ওজনের সোনার বিস্কুট দুষ্কৃতীদের থেকে উদ্ধার করে রাজ্য পুলিশ।
দুষ্কৃতীদের জেরা করে জানা যায়, তেলঙ্গানার প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বাড়িতে তারা কাজ করত। ইতিমধ্যেই তেলেঙ্গনা পুলিশকে জানিয়েছে রাজ্য পুলিশ। ২ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে।
advertisement
advertisement
অন্যদিকে, বৃহস্পতিবার গঙ্গার ভয়াবহ জলের কারণে আটকে থাকা বেশ কিছু ছাত্র -ছাত্রীদের বাড়ি পৌঁছে দিল পলিশ। কলেজ পড়ুয়াদের পাশে দাঁড়াল সামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার। ধুলিয়ানের নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের বেশকিছু ছাত্র-ছাত্রী পরীক্ষার দিতে জঙ্গিপুর গিয়েছিলেন। গঙ্গার জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে তাই প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সন্ধ্যার পর গঙ্গায় নৌকা পারাপার বন্ধ। অন্যদিকে প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে জলস্তর। তাই পরীক্ষা দিয়ে ফিরতে দেরি হওয়ায় গঙ্গা পারাপার করতে না পারায় ধুলিয়ানে গঙ্গার পাড়ে আটকে যান পড়ুয়ারা। সন্ধ্যা গড়িয়ে রাত হতেই চিন্তিত হয়ে পড়েন সকলেই। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না পড়ুয়ারা। তখনই সেই খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2024 10:37 PM IST