Kalatan Dasgupta: 'দ্রোহকালের পৃথিবীতে স্বাগত...' বাবা হলেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত

Last Updated:

সদ্যজাতর ছবি পোস্ট করে কলতান লেখেন, ''দ্রোহকালের পৃথিবীতে স্বাগত...''

বাবা হলেন কলতান দাশগুপ্ত
বাবা হলেন কলতান দাশগুপ্ত
কলকাতা: কন্যা সন্তানের বাবা হলেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। বৃহস্পতিবার এই খুশির খবর নিজের ফেসবুক হ্যান্ডেলে ভাগ করে নেন কলতান। সদ্যজাত ছবি পোস্ট করে লেখেন, ”দ্রোহকালের পৃথিবীতে স্বাগত… কন্যা!”
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর-ই জামিনে ছাড়া পান কলতান। বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে মুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। ৫০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করার নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আদালত জানায়, আদালতের অনুমতি ছাড়া ‘অডিও টেপ কাণ্ড’-সহ এই সংক্রান্ত আর কোনও মামলায় কলতানকে গ্রেফতার করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে তদন্তও করতে পারবে না বিধাননগর পুলিশ।
advertisement
প্রসঙ্গত, অডিও-টেপ কাণ্ডে গ্রেফতার হন কলতান দাশগুপ্ত। জুনিয়র ডাক্তারদের ধরনায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিও ১৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন। দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ (যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা৷) রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ৷ সেই ঘটনায় গ্রেফতার করা হয় বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে।
advertisement
advertisement
কে এই কলতান দাশগুপ্ত? ১৯৮৫ সালের ৩১ ডিসেম্বর জন্ম হয় কলতান-এর। বাবা একটি প্রতিবন্ধী সংগঠনে চাকরি করতেন। মা গৃহবধূ। যাদবপুর হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশের পর, ২০০৩ সালে হেরম্বচন্দ্র কলেজে অ্যাকাউটেন্সি নিয়ে পাশ করেন তিনি। বর্তমানে পার্টির হোলটাইমার কলতান। স্ত্রী পেশায় অধ্যাপিকা। কলেজে পড়াকালীনই ডিওয়াইএফআই নেতা কলতান যোগ দেন সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই-এ। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এসএফআই কলকাতা জেলা কমিটির সহ -সভাপতি ছিলেন। এর মধ্যেই ২০১০-২০১২ সাল পর্যন্ত এসএফআই রাজ্য কমিটির সদস্য হন কলতান। এরপর ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডিওয়াইএফআই-এর কলকাতা জেলার সভাপতি নির্বাচিত হন তিনি। তারপর পর থেকে এখনও পর্যন্ত ডিওয়াইএফআই-এর মুখপাত্র ‘যুবশক্তি’-র সম্পাদক কলতান দাশগুপ্ত।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kalatan Dasgupta: 'দ্রোহকালের পৃথিবীতে স্বাগত...' বাবা হলেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement