WB Higher Education Dept: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 'ভিজিটর' পদে রাজ্যপালের বদলে শিক্ষামন্ত্রী, পরিকল্পনা রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য প্রদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী। এবার সেই পথে হেঁটেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতেও বদল আনছে রাজ্য সরকার
#কলকাতা: সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য প্রদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী। এবার সেই পথে হেঁটেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতেও বদল আনছে রাজ্য সরকার। 'ভিজিটর' পদে রাজ্যপালের বদলে শিক্ষা মন্ত্রী। এমনটাই পরিকল্পনা রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের। প্রাইভেট ইউনিভার্সিটি আইনে ভিজিটর পদে রাজ্যপালকে ক্ষমতা দেওয়া হয়। এবার তার বদল ঘটাতেও উদ্যোগি রাজ্য। সম্প্রতি এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। সম্প্রতি প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে ভিজিটর পদে থাকার জন্য রাজ্যপাল প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একাধিক তথ্য চান। তার জেরেই ভিজিটর পদে বদল করতে চায় রাজ্য? শুরু হয়েছে জল্পনা।
দু'দিন আগেই রাজ্য বড় সিদ্ধান্ত নেয়। এবার থেকে রাজ্যের সমস্ত সরকার নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ে আচার্য পদে আর থাকবেন না রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তাঁর বদলে এই দায়িত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) আনার প্রক্রিয়া শুরু হতে চলেছে। পাকাপাকিভাবে এই প্রস্তাব কার্যকরী করতে আইন সংশোধনের কাজ শুরু করে দিল আইনসভা। বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এই সংক্রান্ত আইনি প্রক্রিয়াও দ্রুত শুরু হয়ে যাবে। সংশোধিত আইনটি কার্যকর হলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর পদে বসবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অর্থাৎ রাজ্যের শিক্ষাক্ষেত্রকে রাজভবনের ঘেরাটোপ থেকে বের করে আনতে তৎপর হল সরকার। সমস্ত রাজ্য সরকারী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অর্থাৎ আচার্য হিসাবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে রাখার বিষয়ে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। আইনটি সংশোধন করে শীঘ্রই রাজ্য বিধানসভার সামনে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী ব্রাত্য বসু।
advertisement
SOMRAJ BANDOPADHYAY
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2022 12:35 PM IST