WB Govt: 'স্বচ্ছ ভারত মিশন' প্রকল্পে রাজ্যকে ৮৬০ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ফের কেন্দ্রের অর্থ বরাদ্দ রাজ্যকে। 'স্বচ্ছ ভারত মিশন' প্রকল্পে রাজ্যকে ৮৬০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। রাজ্যের নগর উন্নয়ন দফতরকে এই অর্থ বরাদ্দ করল কেন্দ্র। মূলত ওয়েস্ট ম্যানেজমেন্ট-সহ একাধিক কর্মসূচি কেন্দ্রের এই প্রকল্পের মধ্যে পড়ে
কলকাতা: ফের কেন্দ্রের অর্থ বরাদ্দ রাজ্যকে। ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পে রাজ্যকে ৮৬০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। রাজ্যের নগর উন্নয়ন দফতরকে এই অর্থ বরাদ্দ করল কেন্দ্র। মূলত ওয়েস্ট ম্যানেজমেন্ট-সহ একাধিক কর্মসূচি কেন্দ্রের এই প্রকল্পের মধ্যে পড়ে।
রাজ্যের তরফে কেন্দ্রকে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাব মেনে কেন্দ্র প্রাথমিকভাবে রাজ্যকে এই অর্থ বরাদ্দ করল। রাজ্যে এই প্রকল্প ‘নির্মল বাংলা অভিযান’ প্রকল্প নামে পরিচিত। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে এই প্রকল্পে অর্থ খরচ হলেও পুরসভাগুলির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কেন্দ্রের তরফে এই অর্থ বরাদ্দ করার পাশাপাশি রাজ্য কীভাবে এই অর্থ খরচ করছে, তার নজরদারিও করা হবে বলেও জানানো হয়েছে রাজ্যকে।
advertisement
গত আর্থিক বর্ষের তুলনায় এই প্রকল্পে কেন্দ্র দেড়গুন বেশি অর্থ বরাদ্দ করেছে রাজ্যকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2024 10:17 PM IST