Kolkata International Book Fair: শুরু হল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, হাতুড়ি মেরে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:AVIJIT CHANDA
Last Updated:
Kolkata International Book Fair: মুখ্যমন্ত্রী বললেন, ‘‘আগে খুব ছোট জায়গায় বইমেলা হত, এখন কত বড় জায়গায় হয়! এই জায়গাটা আমরা বইমেলা কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি স্থায়ীভাবে।’’
কলকাতা: শুরু হল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতুড়ি মেরে মেলার উদ্বোধন করলেন। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। মুখ্যমন্ত্রী উদ্বোধনী মঞ্চে সকলকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করলেন। তাঁর কথায়, ‘‘এই বইমেলা একদিন বিশ্বের এক নম্বর হবে। বাংলাই পথ দেখায়, একটু সময় করে বই পড়ুন, নতুন প্রজন্ম বই পড়ুন।’’
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ‘‘আমাদের সঙ্গে ব্রিটিশদের যোগাযোগ বহুদিনের। ১৭৫৭ সালের পর থেকে স্বাধীনতা পর্যন্ত ব্রিটিশরা এখানে প্রচুর কাজ করেছেন। স্থাপত্য, ভাস্কর্য অসামান্য। আমি লন্ডনের অলিগলি হেঁটে ঘুরেছি, সব রাস্তা চিনি, লন্ডন শুধু ওনাদের নয়, আমাদেরও। ২৯টি দেশ আমাদের এখানে যোগ দিয়েছে এই বইমেলায়।’’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বললেন, ‘‘আগে খুব ছোট জায়গায় বইমেলা হত, এখন কত বড় জায়গায় হয়! এই জায়গাটা আমরা বইমেলা কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি স্থায়ীভাবে।’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বই উদ্বোধন হল এই বছর। মোট ৫টি বই প্রকাশিত হবে মুখ্যমন্ত্রীর। তিনি বললেন, ‘‘১৯৯৫ সাল থেকে আমার বই বেরোয়। আমার প্রথম বই ‘উপলব্ধি’। আজকের হিসেব ধরলে আমার মোট বই ১৪৩টি। আগামী বছর আরও ৭টি বই লিখব বইমেলায় আগে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 5:26 PM IST