হোম /খবর /কলকাতা /
৩০ সেপ্টেম্বর মমতার কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচন, জানিয়ে দিল কমিশন

WB Bypoll 2021| ৩০ সেপ্টেম্বর মমতার কেন্দ্র ভবানীপুরে উপনির্বাচন, জানিয়ে দিল কমিশন

৩০ সেপ্টেম্বর উপনির্বাচন রাজ্যে।

৩০ সেপ্টেম্বর উপনির্বাচন রাজ্যে।

WB Bypoll 2021|কমিশনের নির্দেশ, নির্বাচনের জন্য প্রার্থীরা আগামী ২০সেপ্টেম্বর থেকে প্রচার শুরু করতে পারবেেন।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: রাজ্যে  উপনির্বাচনের (WB Bypoll 2021) দামামা বেজে গেল। এবার বিবৃতি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিল বাংলায় উপনির্বাচন হবে পুজোর আগেই। দিনক্ষণও (WB Bypoll Date) ধার্য হল উপনির্বাচনের। কমিশনের দেওয়া বিবৃতি অনুসারে ৩০ সেপ্টেম্বর সামশেরগঞ্জ জঙ্গিপুরে উপনির্বাচন হবে। ওই দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে ভবানীপুরে, যেখানে প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই তিন কেন্দ্রে ভোটের ফল ঘোষিত হবে ৩ অক্টোবর। কমিশনের নির্দেশ, নির্বাচনের জন্য প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু করতে পারবেেন। তবে মানতে হবে করা কোভিড বিধি।

বিবৃতি অনুযায়ী, আজ থেকেই এই কেন্দ্রগুলি মডেল কোড অফ কন্ডাক্ট-এর আওতায় চলে যাচ্ছে।নির্বাচন কমিশন স্পষ্ট জানাচ্ছে এই পর্বে কোনও বড় আকারের রোড শো করা চলবে না। ৫০ জনের বেশি লোক নিয়ে রাস্তার ধারের জমায়েত করাও চলবে না। বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে পাঁচজন যেতে পারবেন। ভোটের কাজে যুক্ত ব্যক্তিদের করোনার ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া বাধ্যতামূলক। প্রার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

স্বাভাবিক ভাবেই উপনির্বাচনে আগ্রহের কেন্দ্রে রয়েছেন মমতা নিজে। গত ৫ মে শপথ গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান মেনে তাঁকে বিধায়ক হয়ে আসতে হবে ৫ নভেম্বরের মধ্যেই। পর্যবেক্ষকরা মনে করছেন, সেই পথই মসৃণ হচ্ছে কমিশনের সিদ্ধান্তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠ ভবানীপুরে বিজেপিকে হারিয়ে বড় জয় ছিনিয়ে এনেছিলেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। কিন্তু ভোটে জেতার পরেই তিনি ইস্তফা দিতে পরিষ্কার হয়ে যায় এই কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন মমতা নিজেই।

ভবানীপুর, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে উপ নির্বাচনের তারিখ ঘোষণা করলেও দিনহাটা শান্তিপুর খড়দহ গোসাবা এই চারটি কেন্দ্রে কবে উপনির্বাচন হবে তা এখনও ঘোষণা করেনি কমিশন। কমিশন চাইছে,ভবানীপুর, সামসেরগঞ্জ ও জঙ্গিপুর এই তিনটি কেন্দ্রে ভোট-প্রক্রিয়ার সমস্তটা সারতে ৫ অক্টোবরের মধ্যে।

বিস্তারিত আসছে।

Published by:Arka Deb
First published:

Tags: Mamata Banerjee, WB Bypoll