TMC-BJP: আজ উত্তপ্ত হবে বিধানসভা, মণিপুর ইস্যুতে জোর আলোচনা বিধানসভায়, হতে পারে তুলকালাম

Last Updated:

TMC-BJP: তৃণমূলের আনা মণিপুর ইস্যুতে নিন্দা প্রস্তাবে অংশ নেবে বিজেপি। না হলে ওয়াকঅউট। অধিবেশন শুরুর আগেই এভাবেই সুর চড়িয়ে 'শর্ত' দিল বিজেপি।

মণিপুরের ঘটনার থেকেও প্রতিদিন এ রাজ্যের মহিলারা যেভাবে অত্যাচারিত হচ্ছেন তাতে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও তিনি কঠোর কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা শঙ্কিত।
মণিপুরের ঘটনার থেকেও প্রতিদিন এ রাজ্যের মহিলারা যেভাবে অত্যাচারিত হচ্ছেন তাতে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও তিনি কঠোর কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা শঙ্কিত।
কলকাতা: আজ, সোমবার বিধানসভায় মণিপুর উত্তাপ। শুধু মণিপুরই নয়, বাংলার মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়েও আলোচনা করতে হবে। তাহলেই আজ বিধানসভায় তৃণমূলের আনা মণিপুর ইস্যুতে নিন্দা প্রস্তাবে অংশ নেবে বিজেপি। না হলে ওয়াকঅউট। অধিবেশন শুরুর আগেই এভাবেই সুর চড়িয়ে ‘শর্ত’ দিল বিজেপি।
আজ মণিপুর ইসুতে নিন্দা প্রস্তাব তৃণমূলের। শাসক-বিরোধী নিয়ে দু’ঘন্টা আলোচনার সময় নির্ধারিত। এক ঘন্টা শাসক শিবির, এক ঘন্টা বিরোধীরা আজ বিধানসভার অধিবেশনে আলোচনা পর্বে অংশ নেবেন। বিরোধীদের বক্তার তালিকায় শুভেন্দু অধিকারী ও হীরণ চট্টোপাধ্যায় মোট কুড়ি মিনিট এবং বাকি মহিলা বিধায়করা ৪০ মিনিট আলোচনায় অংশ নেবেন। শাসক শিবিরের এক ঘন্টার আলোচনা পর্বে তৃণমূলের হয়ে মূল বক্তব্য রাখার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
advertisement
গতকালই নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছিলেন,’ আমরা মণিপুরের ঘটনাকে সমর্থন করি না। তবে মণিপুরের ঘটনার থেকেও প্রতিদিন এ রাজ্যের মহিলারা যেভাবে অত্যাচারিত হচ্ছেন তাতে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও তিনি কঠোর কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা শঙ্কিত।
advertisement
আমাদের তরফে শর্ত রাখা হবে, মণিপুর নিয়ে আলোচনার আগেই পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গের নারীদের নিয়ে আলোচনা করতে হবে। আমাদের দাবি এটাই থাকবে’। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যেও শোনা গিয়েছিল একই সুর। শুভেন্দুর কথায়, ‘অন্যায় হলে বিজেপি প্রতিবাদ করবেই। তা সে বিধানসভার অন্দরে হোক, বা মাঠে ময়দানে নেমে’। সব মিলিয়ে আজকের বিধানসভার বাদল অধিবেশন যে ফের উত্তপ্ত হবে তার আভাস মিলছে।
advertisement
Venkateshawr Lahiri
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC-BJP: আজ উত্তপ্ত হবে বিধানসভা, মণিপুর ইস্যুতে জোর আলোচনা বিধানসভায়, হতে পারে তুলকালাম
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement