নবগ্রামের গুড়ো পাশলা গ্রাম পঞ্চায়েতের ৮৩ নম্বর বুথে উত্তেজনা। তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক রুবল আলিকে মারধরের অভিযোগ। বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ।অভিযোগ, বুথের ২০০ মিটার দূরে দলীয় ক্যাম্পে বসে ছিলেন রুবল আলি। তিনি তৃণমূল নেতা জানতে পেরে, তাঁকে মারধর করে বাহিনী। ঘটনায় প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কড়া নিরাপত্তায় আজ সপ্তম দফার ভোট। কলকাতা সহ পাঁচ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ । দক্ষিণ দিনাজপুরের ৬ আসন, মালদার ৬, মুর্শিদাবাদের ৯ ও পশ্চিম বর্ধমানের ৯ আসনে ভোট। ভোট দক্ষিণ কলকাতায়। ভোট হচ্ছে না জঙ্গিপুর ও সামসেরগঞ্জে। সপ্তম দফার নিরাপত্তায় মোতায়েন ৭৯ হাজার ৬০০ আধাসেনা । বুথ পাহারায় ৬৫ হাজার ৩০০ জওয়ান । কোভিড বিধি মেনে ভোটগ্রহণের ব্যবস্থা। আজ ৫ জেলায় ৩৪ আসনে ভোট। কড়া নিরাপত্তায় সপ্তম দফার ভোট। কোভিড বিধি মেনে ইভিএম বন্টন হচ্ছে। কেন্দ্রগুলিতে এখন তারই চূড়ান্ত প্রস্তুতি।
আসানসোল-দুর্গাপুরে ১৫৪ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷ দক্ষিণ দিনাজপুরে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ জঙ্গিপুর পুলিশ জেলায় ১০২ কোম্পানি ৷ মালদায় ১২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ৷ মুর্শিদাবাদে ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ৷ রায়গঞ্জ পুলিশ জেলায় ২ কোম্পানি আধাসেনা ৷ দক্ষিণ কলকাতায় ৬৩ কোম্পানি আধাসেনা মোতায়েন ৷