WB Assembly Election 2021 : বিক্ষিপ্ত অশান্তির মধ্যে শেষ সপ্তম দফার ভোট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কড়া নিরাপত্তায় সপ্তম দফার ভোট। কোভিড বিধি মেনে ইভিএম বন্টন হচ্ছে।
কড়া নিরাপত্তায় আজ সপ্তম দফার ভোট। কলকাতা সহ পাঁচ জেলার ৩৪ আসনে ভোটগ্রহণ । দক্ষিণ দিনাজপুরের ৬ আসন, মালদার ৬, মুর্শিদাবাদের ৯ ও পশ্চিম বর্ধমানের ৯ আসনে ভোট। ভোট দক্ষিণ কলকাতায়। ভোট হচ্ছে না জঙ্গিপুর ও সামসেরগঞ্জে। সপ্তম দফার নিরাপত্তায় মোতায়েন ৭৯ হাজার ৬০০ আধাসেনা । বুথ পাহারায় ৬৫ হাজার ৩০০ জওয়ান । কোভিড বিধি মেনে ভোটগ্রহণের ব্যবস্থা। আজ ৫ জেলায় ৩৪ আসনে ভোট। কড়া নিরাপত্তায় সপ্তম দফার ভোট। কোভিড বিধি মেনে ইভিএম বন্টন হচ্ছে। কেন্দ্রগুলিতে এখন তারই চূড়ান্ত প্রস্তুতি।
আসানসোল-দুর্গাপুরে ১৫৪ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷ দক্ষিণ দিনাজপুরে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ জঙ্গিপুর পুলিশ জেলায় ১০২ কোম্পানি ৷ মালদায় ১২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ৷ মুর্শিদাবাদে ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ৷ রায়গঞ্জ পুলিশ জেলায় ২ কোম্পানি আধাসেনা ৷ দক্ষিণ কলকাতায় ৬৩ কোম্পানি আধাসেনা মোতায়েন ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 26, 2021 6:58 AM IST









