শহরে জল সংকট? কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে জল সরবরাহ! পরিষেবা স্বাভাবিক হবে কবে?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Water Supply: আগামী শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, সকাল ৯টা থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।
কলকাতা: আগামী শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, সকাল ৯টা থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। গার্ডেনরিচ জলপ্রকল্পে জরুরি মেরামতির কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কলকাতা পুরসভার ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর বরো এলাকায় এই জল সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে জোকার কিছু অংশ, বেহালা, কালীঘাট, কসবা, চেতলা, মেটিয়াবুরুজ, বাঁশদ্রোণী, রানিকুঠি, গল্ফ গ্রিন, গড়িয়া প্রভৃতি এলাকা অন্তর্ভুক্ত।

advertisement
advertisement
আগামী শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, সকাল ৯টা থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। গার্ডেনরিচ জলপ্রকল্পে জরুরি মেরামতির কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬ নম্বর বরো এলাকায় এই জল সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে জোকার কিছু অংশ, বেহালা, কালীঘাট, কসবা, চেতলা, মেটিয়াবুরুজ, বাঁশদ্রোণী, রানিকুঠি, গল্ফ গ্রিন, গড়িয়া প্রভৃতি এলাকা অন্তর্ভুক্ত।
advertisement
আরও পড়ুন- বলুন তো, কোন প্রাণী ‘মুখ’ দিয়ে সন্তান প্রসব করে…? আশেপাশেই রয়েছে কিন্তু! চেনেন?
এছাড়াও, গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে মহেশতলা ও বজবজ পুরসভা এলাকায়ও জল সরবরাহ হয়। ফলে, ওই দিন এই এলাকাগুলিতেও জল সরবরাহ বিঘ্নিত হবে। শনিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত স্বাভাবিকভাবে জল সরবরাহ করা হবে। এরপর দিনভর জল সরবরাহ বন্ধ থাকবে।
advertisement
রবিবার, ১৯ জানুয়ারি, সকাল ৬টা থেকে পুনরায় জল সরবরাহ স্বাভাবিক হবে। এই পরিস্থিতিতে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় জল সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে জল সরবরাহ বন্ধ থাকার সময় অসুবিধা এড়ানো যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 17, 2025 3:17 PM IST