Kansabati River: ভয়ঙ্কর হয়ে উঠছে কংসাবতী, রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের!

Last Updated:

Kansabati River: প্রবল বৃষ্টি এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে নীচু এলাকায় নদী, পাঁশকুড়ার কংসাবতী নদীতে জল বাড়ছে।

#পাঁশকুড়া: টানা বৃষ্টির সঙ্গে জলাধার থেকে জল ছাড়ার কারণে ক্রমাগত জল বাড়ছে কংসাবতী নদীতে, নদী বাঁধের বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক বাড়ছে পাঁশকুড়ায়!
প্রবল বৃষ্টি এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে নীচু এলাকায় নদী, পাঁশকুড়ার কংসাবতী নদীতে জল বাড়ছে। এক প্রকার বিপদসীমার উপর দিয়েই বইছে কংসাবতী নদীর জল। জলের চাপে ইতিমধ্যেই নদীর বেশ কয়েকটি বাঁধে ফাটল দেখা দেওয়ায় যেমন তৎপর হয়েছে প্রশাসন, তেমনি নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের দুঃশ্চিন্তাও বাড়ছে। পাঁশকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ত্রিলোন্দপুর এলাকায় নদী বাঁধে বড় ফাটল ধরা পড়ায় চিন্তা আরও বেড়েছে। অন্যদিকে ৩ নম্বর ওয়ার্ডের সেরহাটি সহ আশপাশের নদী পাড়েও ফাটল দেখা দিয়েছে।
advertisement
ইতিমধ্যেই সেচ দপ্তরের উদ্যোগে এইসব ভাঙা নদী পাড় মেরামতের কাজ শুরু হয়েছে। নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত পাঁশকুড়ার ১৮ এবং ৩ নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন। অন্যদিকে পঞ্চায়েত এলাকা গোবিন্দনগর, মাইসোরা, হাউর, রাধাবল্লভপুরের মতো গ্রামীণ অঞ্চলেও নদীর বাড়তি জল চিন্তা বাড়িয়েছে। পাঁশকুড়া টাউন সহ বিস্তীর্ণ এলাকা বৃষ্টির জলে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। পাঁশকুড়া এলাকা সবজি চাষের উপর নির্ভর।
advertisement
advertisement
সমস্ত সবজি চাষই জলের তলায় চলে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় কৃষকরা। পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠায় রাতভর নদীপাড়ে টহল দিয়েছেন তমলুকের সেচ দপ্তরের আধিকারিক অভিরূপ মজুমদার, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার উদয়ন ভট্টাচার্য, পাঁশকুড়ার বিডিও ধেনধূপ ভুটিয়া, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। একদিকে নদীর জল ক্রমাগত বাড়ছে, ঠিক তেমনই মুকুটমণিপুর ব্যারেজ থেকে জল ছাড়া, রীতিমতো গোদের ওপর বিষফোঁড়া হয়েই দাঁড়িয়েছে এলাকার মানুষের কাছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kansabati River: ভয়ঙ্কর হয়ে উঠছে কংসাবতী, রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের!
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement