জানেন কত টাকা দামের জল খান বিরাট ?

Last Updated:

মিনারেল ওয়াটার বাছাইয়ের ক্ষেত্রেও তিনি যে যথেষ্ট খুঁতখুঁতে, সেটা এবার প্রমাণ হল ৷

#কলকাতা: ভারতীয় দলে তো বটেই, গোটা বিশ্বেরই ব্যাটসম্যানদের তালিকায় এখন সবার উপরে স্থান পেয়েছেন বিরাট কোহলি ৷ তাঁর নেতৃত্বে দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া ৷ সদ্য মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এখন টেস্ট-ওয়ান ডে-টি২০, এই তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব পালন করতে হচ্ছে কোহলিকে ৷ আর সেই দায়িত্বটা এখনও পর্যন্ত ভালমতোই পালন করতে সফল তিনি ৷ বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া টানা ১৮টি টেস্ট অপরাজিত ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজও ইতিমধ্যেই পকেটে পুরেছে মেন ইন ব্লু’রা ৷ ভারতীয় দলের তারকা অধিনায়কের লাইফস্টাইলও কিন্তু এর মধ্যে অনেকাংশেই পরিবর্তন হয়েছে ৷ দিল্লির ‘চিকু’ এখন জলও যেমন তেমনভাবে পান করেন না ৷ বিশেষ ব্র্যান্ডের বিশেষ মিনারেল ওয়াটারই পছন্দ বিরাটের ৷
কী সেই বিশেষ মিনারেল ওয়াটার ? নামীদামি ব্র্যান্ডের হেল্থ ড্রিংক, ফ্রুট জুস তো পান করেনই ৷ পাশাপাশি বিরাট যখন বিদেশে যান, তখন একটি বিশেষ ব্র্যান্ডের মিনারেল ওয়াটার ছাড়া অন্য কিছুই মুখে তোলেন না ভারত অধিনায়ক। জানা গিয়েছে, সেই বিশেষ ব্র্যান্ডের মিনারেল ওয়াটার তৈরি হয় ফ্রান্সে ৷ দাম শুনবেন ? ভারতীয় মুদ্রায় এক বোতলেরই দাম ৫০০ টাকা !
advertisement
এমনিতেই সবরকম জাঙ্ক ফুড খাওয়া থেকে এখন নিজেকে বিরত রাখেন বিরাট ৷ নিজেকে ফিট রাখতে সেদ্ধ খাবারই খান অধিকাংশ সময়। পছন্দের মটন রোল ও বাটার চিকেন খাওয়া ছেড়ে দিয়েছেন অনেদিন আগেই ৷ মিনারেল ওয়াটার বাছাইয়ের ক্ষেত্রেও তিনি যে যথেষ্ট খুঁতখুঁতে, সেটা এবার প্রমাণ হল ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
জানেন কত টাকা দামের জল খান বিরাট ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement