corona virus btn
corona virus btn
Loading

জানেন কত টাকা দামের জল খান বিরাট ?

জানেন কত টাকা দামের জল খান বিরাট ?
Photo- Twitter (BCCI)

মিনারেল ওয়াটার বাছাইয়ের ক্ষেত্রেও তিনি যে যথেষ্ট খুঁতখুঁতে, সেটা এবার প্রমাণ হল ৷

  • Share this:

#কলকাতা: ভারতীয় দলে তো বটেই, গোটা বিশ্বেরই ব্যাটসম্যানদের তালিকায় এখন সবার উপরে স্থান পেয়েছেন বিরাট কোহলি ৷ তাঁর নেতৃত্বে দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া ৷ সদ্য মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এখন টেস্ট-ওয়ান ডে-টি২০, এই তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব পালন করতে হচ্ছে কোহলিকে ৷ আর সেই দায়িত্বটা এখনও পর্যন্ত ভালমতোই পালন করতে সফল তিনি ৷ বিরাটের নেতৃত্বে টিম ইন্ডিয়া টানা ১৮টি টেস্ট অপরাজিত ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজও ইতিমধ্যেই পকেটে পুরেছে মেন ইন ব্লু’রা ৷ ভারতীয় দলের তারকা অধিনায়কের লাইফস্টাইলও কিন্তু এর মধ্যে অনেকাংশেই পরিবর্তন হয়েছে ৷ দিল্লির ‘চিকু’ এখন জলও যেমন তেমনভাবে পান করেন না ৷ বিশেষ ব্র্যান্ডের বিশেষ মিনারেল ওয়াটারই পছন্দ বিরাটের ৷

কী সেই বিশেষ মিনারেল ওয়াটার ? নামীদামি ব্র্যান্ডের হেল্থ ড্রিংক, ফ্রুট জুস তো পান করেনই ৷ পাশাপাশি বিরাট যখন বিদেশে যান, তখন একটি বিশেষ ব্র্যান্ডের মিনারেল ওয়াটার ছাড়া অন্য কিছুই মুখে তোলেন না ভারত অধিনায়ক। জানা গিয়েছে, সেই বিশেষ ব্র্যান্ডের মিনারেল ওয়াটার তৈরি হয় ফ্রান্সে ৷ দাম শুনবেন ? ভারতীয় মুদ্রায় এক বোতলেরই দাম ৫০০ টাকা !

এমনিতেই সবরকম জাঙ্ক ফুড খাওয়া থেকে এখন নিজেকে বিরত রাখেন বিরাট ৷ নিজেকে ফিট রাখতে সেদ্ধ খাবারই খান অধিকাংশ সময়। পছন্দের মটন রোল ও বাটার চিকেন খাওয়া ছেড়ে দিয়েছেন অনেদিন আগেই ৷ মিনারেল ওয়াটার বাছাইয়ের ক্ষেত্রেও তিনি যে যথেষ্ট খুঁতখুঁতে, সেটা এবার প্রমাণ হল ৷

First published: January 21, 2017, 4:12 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर