বাড়িতে লাফিয়ে ঢুকছে লক্ষ্মী ঠাকুর,পায়ে আবার নেলপলিশ! ভিডিও দেখলে বুঝবেন কাণ্ড...

Last Updated:
#কলকাতা: কোজাগরী লক্ষ্মীপুজোতে ধুমধাম করে হয়েছে লক্ষ্মীর আরাধানা৷ বাংলার বাড়িতে বাড়িতে পুজো হয় এই পূর্ণিমায়৷ কিন্তু কীভাবে ধনদেবীর নজর সারা বছর আপনার বাড়িতে থাকবে? বা কীভাবেই বা আপনার বাড়িতে প্রবেশ করবেন ধনদেবী? তার ধারণা আছে? সেটাই জানা গিয়েছে এই ভিডিওটিতে৷
বাড়ির পুজো নিয়ে ভিডিও করেছেন এই ভদ্রলোক৷ যদিও তার নাম বা পরিচয় জানা যায়নি৷ মজার ভিডিওটি নিজেই শ্যুট করেছেন তিনি৷ সেখানেই তিনি উল্লেখ করেছেন যে তাদের বাড়ির লক্ষ্মী প্রবেশ করছেন লাফিয়ে লাফিয়ে৷ এক শিঁড়ি থেকে অন্য শিঁড়ি লাফিয়ে উঠেছেন ধনদেবী৷ এবং এভাবেই নিজের গন্তব্য অর্থাৎ ঠাকুরঘরে গিয়ে তিনি অধিষ্ঠিত হয়েছেন!
advertisement
আসলে লক্ষ্মীপুজোয়ে আলপনা দেবার রীতি রয়েছে৷ বাড়িতে বাড়িতে লক্ষ্মীর পা আঁকা হয় এবং মনে করা হয় যে সেই পা ফেলেই দেবী ঘরে প্রবেশ করছেন৷ যিনি ভিডিওটি বানিয়েছেন, তার বাড়িতেও এমন আলপনা দেওয়া হয়েছে৷ এক জায়গায় দেখা গিয়েছে যে সাদা রঙের আলপনার সঙ্গে মিশেছে লাল রং৷ তাকে নেলপলিশ বলে উল্লেখ করা হয়েছে ভিডিওটিতে৷ স্বামীর এসব বক্তব্য শুনে বেজায় চটেছেন স্ত্রী৷ তবে কে শোনে কার কথা৷ বউকে উপেক্ষা করেই, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি৷ প্রচুর মানুষ পছন্দ করেছেন ভিডিওটি৷ ভাইরাল হয়েছে এই মুহূর্তে৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাড়িতে লাফিয়ে ঢুকছে লক্ষ্মী ঠাকুর,পায়ে আবার নেলপলিশ! ভিডিও দেখলে বুঝবেন কাণ্ড...
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement