বিমানে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা ! তাড়াতে হিমশিম অবস্থা কলকাতা বিমানবন্দরের কর্মীদের

Last Updated:

কলকাতা বিমানবন্দরে বিমানের গায়ে মৌমাছির হানায় বিমানটি উড়তেও বেশ অনেকটা দেরি হয়ে যায় ৷ সোমবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে ৷

#কলকাতা: কলকাতা বিমানবন্দরে ‘অবাঞ্ছিত অতিথি’ ! ঝাঁকে ঝাঁকে মৌমাছির দলের আক্রমণে দিশেহারা অবস্থা হল বিমানবন্দরের কর্মীদের সোমবার ৷ ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানের ককপিটের ঠিক পিছনের দিকে বেশ আরাম করেই মৌমাছির দল বসেছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷
কলকাতা বিমানবন্দরে বিমানের গায়ে মৌমাছির হানায় বিমানটি উড়তেও বেশ অনেকটা দেরি হয়ে যায় ৷ সোমবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে ৷ বিমানটি ওড়ার কথা ছিল বিকেল ৫টা নাগাদ ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত সম্ভব হয়নি ৷ বিমান ছাড়তে এক ঘণ্টা দেরি হয় ৷ সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷  শয়ে শয়ে মৌমাছি গুনগুন করে উড়তে থাকে আকাশেও ৷ একসঙ্গে এত মৌমাছির ঝাঁক দেখে সকলেই চমকে ওঠেন ৷ বিমানের কাছাকাছি যে কর্মীরা ছিলেন, যাঁরা জ্বালানি ভরছিলেন বা বিমান পরিষ্কার করছিলেন, তাঁরা স্বভাবতই ভয় পেয়ে যান ৷ মৌমাছি তাড়াতে এরপর দমকলবাহিনীর ডাক পড়ে ৷ উচ্চ ক্ষমতাসম্পন্ন জলের জেট দিয়ে এক নিমেষেই বিমান থেকে মৌমাছিগুলিকে নামিয়ে আনেন দমকল বাহিনীর সদস্যরা ৷
advertisement
advertisement
বিমানবন্দরের আধিকারিকদের মতে, কলকাতা বিমানবন্দরে বেশ কিছু পুরনো হ্যাঙার রয়েছে  ৷ সেগুলির ছাদে মৌমাছিদের বাসা বাঁধতে প্রায়শই দেখা গিয়েছে ৷ এর আগেও এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মৌমাছির ঝাঁক এভাবেই হানা দিয়েছিল গত বছর ৷ এ বছর একই ঘটনা ঘটল ভিস্তারার বিমানে ৷ মাঝে মাঝে মৌমাছিরা দরজার ফাঁক দিয়ে বিমানের ভিতরেও ঢুকে পড়ে ৷ যার জেরে মাঝেমধ্যেই অস্বস্তিতে পড়তে হয় যাত্রী ও বিমানকর্মীদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিমানে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা ! তাড়াতে হিমশিম অবস্থা কলকাতা বিমানবন্দরের কর্মীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement