Jadavpur University: অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নিয়ে যাওয়া হল বেসরকারি হাসপাতালে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Jadavpur University: অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বাইপাসের ধারের একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
কলকাতা: অসুস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বাইপাসের ধারের একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ বোধ করায় তাঁর স্ত্রী উপাচার্যকে হসপিটালে নিয়ে যান। সূত্রের খবর, আপাতত ওনার চেকআপ চলছে। চিকিৎসকরা ওনাকে ১০ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
advertisement
advertisement
পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে সময়সীমা দিয়ে অরবিন্দ ভবনের সামনে ধর্নায় বসেছেন ছাত্রছাত্রীদের একাংশ। যাদবপুরে উত্তেজনার দিন শিক্ষা মন্ত্রী আহত হওয়ার ঘটনার তদন্ত দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান উপাচার্য-সহ ৩০ জন বিবৃতি জারি করেছেন। একাধিক অধ্যাপক আহত হয়েছেন সেই দিন। কী ঘটেছে সেই নিয়েও তদন্তের দাবি করেছেন প্রাক্তন ও বর্তমান উপাচার্য-সহ অধ্যাপকদের একাংশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 05, 2025 4:52 PM IST