Biman Bose: রাত থেকেই অসুস্থ বিমান বসু! এখন কেমন আছেন প্রবীণ সিপিআইএম নেতা?
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Biman Bose: গতকাল, সোমবার রাত থেকেই অসুস্থ সিপিআইএম নেতা বিমান বসু। সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ নেতাকে। তবে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
কলকাতা: গতকাল, সোমবার রাত থেকেই অসুস্থ সিপিআইএম নেতা বিমান বসু। সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ নেতাকে। তবে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্ট আগের থেকে অনেকটাই কমেছে। নতুন করে আর জ্বর আসে নি। আচ্ছন্ন ভাব নেই। জেনারেল কেবিনেই রাখা হয়েছে তাকে। একজন মেডিসিন বিশেষজ্ঞ,একজন পালমোনারি মেডিসিন বা ফুসফুস রোগ বিশেষজ্ঞ তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকাল রাত ৯ টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় বিমান বসুকে। জানা গিয়েছে, রাতে ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে অসুস্থ বোধ করেন সিপিআইএম নেতা।
advertisement
অগাস্ট মাসেই প্রয়াত হয়েছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ‘বন্ধু’ বুদ্ধদেবের প্রয়াণে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন বিমান। সিপিআইএম-এর আরও এক নক্ষত্র সীতারাম ইয়েচুরিরও প্রয়াত হয়েছেন গত সেপ্টেম্বর মাসেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 12, 2024 1:37 PM IST








