আমফানের জেরে সবজি বাজারে আগুন, আগামী দিনে আরও দাম বাড়ার আশঙ্কা

Last Updated:

দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া বিস্তীর্ণ এলাকায় চাষের জমি বিপর্যস্ত ৷ তার জেরে ধীরে ধীরে বাড়বে দাম।

#কলকাতা: আমফানের জের। সবজি বাজারে দাম বাড়ছে আনাজের। যত দিন যাবে ততই বাড়বে দাম আশঙ্কা বিক্রেতাদের।  দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া বিস্তীর্ণ এলাকায় চাষের জমি বিপর্যস্ত ৷ তার জেরে ধীরে ধীরে বাড়বে দাম।
ইলিশ সহ সামুদ্রিক মাছের দাম এক থাকলেও কিছুটা বেড়েছে ভেরি পুকুরের তাজা মাছের দাম।আমফানের প্রভাব মুরগির মাংসেও। দাম বেড়েছে মুরগির মাংসের।
সবজির বাজার দর: বুধবার মানিকতলা থেকে ফুলবাগান ভিআইপি মার্কেট। বর্তমান দর ও এক সপ্তাহ আগে। কেজি প্রতি দর।বেগুন 70 টাকা ছিল 40 টাকা।পটল 50 টাকা ছিল 30 টাকা।ঝিঙে 50 টাকা ছিল 30 টাকা।উচ্ছে 50 থেকে 60 টাকা ছিল 30 থেকে 40 টাকা।ভেন্ডি এখন 50 টাকা ছিল 30 টাকা।পেপে  50 টাকা ছিল 40 টাকা।বাঁধাকপি 40 টাকা ছিল 25 থেকে 30 টাকা।টমেটো 50 টাকা ছিল 20 থেকে 30 টাকা।বরবটি 40 টাকা ছিল 30 টাকা।লঙ্কা 100 টাকা ছিল 60 টাকা।লাউ প্রতি পিস 25 থেকে 30 টাকা ছিল কুড়ি থেকে 25 টাকা।শসা 80 টাকা ছিল 40 টাকা।সজনে 100 টাকা ছিল 60 টাকা।গাজর বিনস 80 টাকা ছিল 40 টাকা।ক্যাপসিকাম 100 টাকা ছিল 50 টাকা।কুমড়ো 25 থেকে 30 টাকা ছিল কুড়ি টাকা।কাকরোল 50 টাকা ছিল 30 টাকা।পালং শাক 50 টাকা ছিল 20 টাকা।লালশাক 15 টাকা আটি ছিল 10টাকাআলু জ্যোতি 22 টাকা ছিল কুড়ি টাকাচন্দ্রমুখি  26 টাকা ছিল 24 টাকা।পেঁয়াজ কুড়ি টাকা ছিল 15 থেকে কুড়ি টাকা।আদা একশো কুড়ি রসুন 200।
advertisement
advertisement
মুরগির মাংস: ব্রয়লার মুরগি গোটা 150 থেকে 160 টাকা ছিল  120  থেকে 130 টাকা।কাটা 250থেকে 260 টাকা ছিল 200 থেকে 220 টাকা।মুরগির ডিম দু পিস 10 টাকা।30 টা ডিম একত্রে 120থেকে 130টাকা।
মাছের বাজার: রুই গোটা 180 থেকে 200 ছিল 160 থেকে 180।কাতলা গোটা 250 থেকে 280 টাকা ছিল 200 থেকে আড়াইশো টাকা।বাটা মাছ 180 থেকে 200 টাকা ছিল দেড়শ থেকে 180।বাগদা চিংড়ি 600 থেকে 800 টাকা।গলদা চিংড়ি 500 থেকে 600 টাকা।টেংরা 500 থেকে 600 টাকা।ভেটকি 500 টাকাপারশে 400 টাকাআড়মাছ 400 টাকা।রুই কাটা 300 টাকা কাতলা কাটা 400 টাকা।পাবদা 500 টাকা পমফ্রেট 600 টাকা ইলিশ 1200-1300 টাকা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আমফানের জেরে সবজি বাজারে আগুন, আগামী দিনে আরও দাম বাড়ার আশঙ্কা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement