Vegetable Price Hike: মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা, সপ্তাহের শুরুতেই অগ্নিমূল্য বাজার, আলু, বেগুনের দাম কত? শুনলে মাথা ঘুরে যাবে....

Last Updated:

সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। ফলে অগ্নিমূল্য সবজি বাজার৷

সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে।
সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে।
কলকাতা: সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাঁকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। জল জমার কারণে অনেক রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়েছে৷ ফলে দীর্ঘক্ষণ ধরে গাড়ি আটকে থাকছে৷ সবজি পচে যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে৷ আর সেটা পুষিয়ে নিতেই দাম বাড়াচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে দুর্দিনের এই বাজারেও হাতে গোনা কয়েকটা সবজির দাম কিছুটা কমেছে৷ বিশেষ করে লঙ্কার দাম বেশ কমেছে৷
অপরদিকে পেঁয়াজের মূল্য আজও কমেনি। যদিও পেঁয়াজ মূলত নাসিক থেকে আসে৷ কিন্তু সেখানেও চাষ ভাল না হওয়ায় আমদানিতে প্রভাব পড়ছে৷ এমনই দাবি খোদ বিক্রেতাদের।
advertisement
advertisement
মানিকতলা বাজারে আজকের মূল্য
বেগুন-৬০-৫০ টাকা ভাল বেগুনের মূল্য- ১২০ টাকা
পটল – ৫o-৪০ টাকা
টমেটো- ৮০ টাকা
পেঁপে – ২৫-৩০ টাকা
কাঁকরোল- ৪০ টাকা
লাউ-২৫/৪০ টাকা পিস
১০০ গ্রাম ধনেপাতা -২৫-৩০ টাকা
লংকার দাম কিছুটা কমেছে- আগের দিন ছিল ১০০ গ্রামে ১৫ টাকা আজ হয়েছে- ১০ টাকা
advertisement
ক্যাপসিকাম- ১২০-১৫০ টাকা
গাজরের দাম ৮০ টাকা।
জ্যোতি আলু – ৩০ থেকে ৩৫ টাকা
চন্দ্রমুখি – ৩৫-৪০
পেঁয়াজ – ৭০
১০০ গ্রাম আদা – ২০-৩০টাকা
১০০ গ্রাম রসুন-৪০ টাকা
পুজোর আগে সবজির দাম এমনিতেই চড়া থাকে সবজি, ফল, মাছ-মাংসের দাম৷ পুজো আসতে এখনও বেশ কয়েকদিন দেরি৷৷ তার আগেই সবজির এই চড় মূল্যে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Vegetable Price Hike: মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা, সপ্তাহের শুরুতেই অগ্নিমূল্য বাজার, আলু, বেগুনের দাম কত? শুনলে মাথা ঘুরে যাবে....
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement