Vegetable Price Hike: মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা, সপ্তাহের শুরুতেই অগ্নিমূল্য বাজার, আলু, বেগুনের দাম কত? শুনলে মাথা ঘুরে যাবে....
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। ফলে অগ্নিমূল্য সবজি বাজার৷
কলকাতা: সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাঁকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। জল জমার কারণে অনেক রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়েছে৷ ফলে দীর্ঘক্ষণ ধরে গাড়ি আটকে থাকছে৷ সবজি পচে যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে৷ আর সেটা পুষিয়ে নিতেই দাম বাড়াচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে দুর্দিনের এই বাজারেও হাতে গোনা কয়েকটা সবজির দাম কিছুটা কমেছে৷ বিশেষ করে লঙ্কার দাম বেশ কমেছে৷
অপরদিকে পেঁয়াজের মূল্য আজও কমেনি। যদিও পেঁয়াজ মূলত নাসিক থেকে আসে৷ কিন্তু সেখানেও চাষ ভাল না হওয়ায় আমদানিতে প্রভাব পড়ছে৷ এমনই দাবি খোদ বিক্রেতাদের।
advertisement
advertisement
মানিকতলা বাজারে আজকের মূল্য
বেগুন-৬০-৫০ টাকা ভাল বেগুনের মূল্য- ১২০ টাকা
পটল – ৫o-৪০ টাকা
টমেটো- ৮০ টাকা
পেঁপে – ২৫-৩০ টাকা
কাঁকরোল- ৪০ টাকা
লাউ-২৫/৪০ টাকা পিস
১০০ গ্রাম ধনেপাতা -২৫-৩০ টাকা
লংকার দাম কিছুটা কমেছে- আগের দিন ছিল ১০০ গ্রামে ১৫ টাকা আজ হয়েছে- ১০ টাকা
advertisement
ক্যাপসিকাম- ১২০-১৫০ টাকা
গাজরের দাম ৮০ টাকা।
জ্যোতি আলু – ৩০ থেকে ৩৫ টাকা
চন্দ্রমুখি – ৩৫-৪০
পেঁয়াজ – ৭০
১০০ গ্রাম আদা – ২০-৩০টাকা
১০০ গ্রাম রসুন-৪০ টাকা
পুজোর আগে সবজির দাম এমনিতেই চড়া থাকে সবজি, ফল, মাছ-মাংসের দাম৷ পুজো আসতে এখনও বেশ কয়েকদিন দেরি৷৷ তার আগেই সবজির এই চড় মূল্যে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2024 10:30 AM IST