বন্দে ভারতের ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনারের মেনুতে লোভনীয় সব খাবার, জানুন

Last Updated:

এই দ্রুততম ট্রেন নিয়ে এই মুহূর্তে মানুষের উন্মাদনা তুঙ্গে।

বন্দে ভারতের মেনু
বন্দে ভারতের মেনু
#কলকাতা: আগামী শুক্রবার, ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের বাংলা সফর। সে ক্ষেত্রে ওই দিনই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এই দ্রুততম ট্রেন নিয়ে এই মুহূর্তে মানুষের উন্মাদনা তুঙ্গে।
কী কী সুবিধা থাকছে তাঁদের জন্য? ভাড়াই বা কত? বন্দে ভারতকে নিয়ে এমন আরও অজস্র কৌতূহল মেটালেন পূর্ব রেল কর্তৃপক্ষ। কী কী খাবার থাকবে এই ট্রেনের সফরে? জানা গিয়েছে তা-ও। বন্দে ভারতের মেনুতে আমিষ-নিরামিষ দু'ধরনের খাবারই থাকবে। পাওয়া যাবে, ফ্রুট জুস, জলের বোতল। ব্রেকফাস্টে থাকবে কাপ কেক, পনির পকোড়া, ক্রিম রোল, কচুরী, কালাকাঁদ, ফিস ফিঙ্গার, স্যান্ডুউচ, চা/কফি।
advertisement
আরও পড়ুন: কোভিড বাড়লে কী হবে? বহরমপুর মাতৃ সদনে মকড্রিল স্বাস্থ্য দফতরের
এর পর লাঞ্চে পাওয়া যাবে, ফিস ফ্রাই/পনির পনির বাটার মশালা/চিকেন কষা, পোলাও, ভাজা, পরোটা, পাঁপড়, দই, রসগোল্লা। স্ন্যাক্স হিসেবে থাকবে, সিঙাড়া, ভুজিয়া, সন্দেশ, জুস, চা, জলের বোতল। ডিনারে পাওয়া যাবে, টমেটো স্যুপ, মটর পোলাও, ডাল ফ্রাই, কড়াই চিকেন/পনির, ভাজি, দই। উদ্বোধনের দিন থেকেই বন্দে ভারতের মেনুতে এগুলি থাকবে বলে রেল সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
দ্রুতগামী ট্রেন বন্দে ভারত সমতলের সঙ্গে পাহাড়কে জুড়বে সাড়ে ৭ ঘণ্টায়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির রেলপথের দূরত্ব ৫৫৬ কিলোমিটার। শতাব্দী এক্সপ্রেসে এই একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ৮ ঘণ্টা ২০ মিনিট। বন্দে ভারত সেই দূরত্ব কমিয়ে আনবে আরও ৫০ মিনিট।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বন্দে ভারতের ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনারের মেনুতে লোভনীয় সব খাবার, জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement